সংবাদদাতা, আলিপুরদুয়ার : তৃণমূলের আন্দোলনের ফলে ১৪০০ উপভোক্তাকে চা-সুন্দরীর এনওসি দিল বাগান কর্তৃপক্ষ। এই ঘটনায় খুশির হওয়া ডুয়ার্সর ধওলাঝোরা চা-বাগানে। এতদিন ধওলাঝোড়া চা-বাগান কর্তৃপক্ষের এনওসি না মেলায় সরকারি চা-সুন্দরী প্রকল্পের সুবিধা পাচ্ছিল না ওই বাগানের শ্রমিকরা। দীর্ঘদিন ধরে বাগান কর্তৃপক্ষের কাছে দরবার করেও শ্রমিকরা এনওসি না পাওয়ায়, চা-শ্রমিকরা তৃণমূল নেতৃত্বকে বিষয়টি জানালে, তাঁরা আন্দোলনের পথ বাতলে দেন।
আরও পড়ুন-কথা রাখলেন মানবিক মুখ্যমন্ত্রী, নিয়োগপত্র পেলেন রূপসানা
বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এনওসির দাবিতে বিক্ষোভে শামিল হয় বাগান শ্রমিকরা। এই অবস্থানে শামিল হন তৃণমূলের কোহিনুর অঞ্চল সভাপতি নারায়ণ দাস, শ্রমিক নেতা কেদার নেওয়ার-সহ স্থানীয় নেতৃত্ব। তাদের আন্দোলনের জেরে মালিকপক্ষ এনওসি দিতে বাধ্য হয়। সম্প্রতি ধওলাঝোরার পাশে কোহিনুর চা- বাগানে পনেরোশো চা-সুন্দরীর এনওসি দেয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আন্দোলনের পরেই ধওলাঝোরা মালিকপক্ষও সমস্ত শ্রমিকদের এনওসি প্রদান করে।