সংবাদদাতা, আলিপুরদুয়ার : প্রান্তিক এলাকায় চা শ্রমিকদের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জেলা সভাপতি। জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক বাড়াইকের উদ্যোগে কুমারগ্রামের নিউল্যান্ডস চা শ্রমিকদের ব্যবহারের জন্য একটি অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স তুলে দিল উত্তর দিনাজপুরের স্বেচ্ছাসেবী সংস্থা দেশবন্ধু রুরাল ডেভলপমেন্ট সোসাইটি। শুক্রবার দুপুরে নিউল্যান্ডস চা বাগানে আয়োজিত একটি অনুষ্ঠানে ওই অ্যাম্বুল্যান্স দেওয়া হয় বাগান কর্তৃপক্ষের হাতে। অ্যাম্বুল্যান্সটি (Ambulance) চা বাগান কর্তৃপক্ষই পরিচালনা করবে। অনেক সময় অ্যাম্বুল্যান্সের অভাবে চা শ্রমিকদের চিকিৎসার সমস্যা হয়, সেটা দূর করতেই জেলা সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ভুটান সীমান্তে অবস্থিত এই চা বাগানকে এই অ্যাম্বুল্যান্সটি (Ambulance) প্রদান করে ওই স্বেচ্ছাসেবী সংস্থা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক বাড়াইক, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার ও নিউল্যান্ডস চা বাগানের ম্যানেজার ম্যাথু ফিলিপ।