সংবাদদাতা, ডায়মন্ড হারবার : কেন্দ্রীয় প্রকল্পের টাকা দ্রুত মেটানো, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে দলের কর্মীদের হেনস্তা করা বন্ধ ও যোগ্য শিক্ষকদের চাকরি বাতিলের প্রতিবাদে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রাথমিক এবং হাইস্কুল শিক্ষক সংগঠনের পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা দশটা থেকে ডায়মন্ড হারবার সরিষা ২৪৬ বাসস্ট্যান্ডে রবীন্দ্র-নজরুল স্ট্যাচুর পাদদেশে এই অবস্থান বিক্ষোভ শুরু হয়।
আরও পড়ুন-ক্যানসার আক্রান্ত ভক্তের সঙ্গে ভিডিও-সাক্ষাৎ শাহরুখের
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবার এক ও দু’নম্বর ব্লকের শতাধিক প্রাথমিক ও হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকা যোগ দেন। সন্ধে পর্যন্ত চলে। ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লক তৃণমূল সভাপতি অরুময় গায়েন বলেন, কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা সহ নানান সামাজিক প্রকল্পের টাকা আটকে রেখেছে। ফলে সমস্যায় পড়েছেন গ্রামের সাধারণ মানুষ। বকেয়া না মেটানোয় শিক্ষক-সহ সরকারি কর্মচারীদের কর্মচারীদের ডিএ দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আজ শিক্ষকসমাজ কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি রাখছে যে দ্রুত রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়া হোক। তাহলে আমাদের প্রাপ্য ডিএ আমরা রাজ্য সরকারের থেকে পেতে পারি।