পরীক্ষায় ব্যর্থ হলেও থাকবে শিক্ষকদের চাকরি, আশ্বাস বিহার শিক্ষামন্ত্রীর

বিহারে (Bihar) ধর্নায় বসেছিলেন শিক্ষকরা। তারপরই শিক্ষকদের নিয়ে বড় ঘোষণা করলেন সেখানে শিক্ষামন্ত্রী বিজয় চৌধুরী (Vijay Chaudhury)

Must read

বিহারে (Bihar) ধর্নায় বসেছিলেন শিক্ষকরা। তারপরই শিক্ষকদের নিয়ে বড় ঘোষণা করলেন সেখানে শিক্ষামন্ত্রী বিজয় চৌধুরী (Vijay Chaudhury)। বিহারের পাটনায় শিক্ষকদের বিক্ষোভ শুরু হয়। যোগ্যতামান নির্ণয় করতে পরীক্ষায় বসার কথা বলা হয়েছিল তাদের। কিন্তু তারা নারাজ। আর এরপর বিক্ষোভে বসেন। এই অবস্থায় বিহারের শিক্ষামন্ত্রী জানান পরীক্ষায় শিক্ষকরা ব্যর্থ হলেও তাঁদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে না। সরকারের তরফে কোনও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও পড়ুন-২১ ফেব্রুয়ারি পঞ্জাবে আপ নেতাদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিহার টিচার একতা মঞ্চের তরফে এই আন্দোলনের ডাক দেওয়া হয়। শিক্ষামন্ত্রী জানান শিক্ষকদের ভয় পাওয়ার কিছু নেই। বেশ কয়েকটি রাজ্য়ের শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নেন। তারা দাবি করেন সরকারি নির্দেশে বলা হয় যে চাকুরিরত শিক্ষকদের সরকারি চাকুরে হিসাবে ঘোষণা করা হবে তখনই যখন তাঁরা পরীক্ষায় পাস করতে পারেন। তিনটি সুযোগ দেওয়া হবে। যদি তারা তিনবারই ফেল করেন তবে তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে। শিক্ষকদের অনেকেই এমন এক সরকারি নির্দেশে আতঙ্কিত হয়ে পড়েন। এরপর তারা বিধানসভা ঘেরাও কর্মসূচি শুরু করে । শিক্ষকদের এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। অবশেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

Latest article