২১ ফেব্রুয়ারি পঞ্জাবে আপ নেতাদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী ২১ ফেব্রুয়ারি পঞ্জাব গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আম আদমি পার্টির (AAP) নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন

Must read

পাখির চোখ লোকসভা ভোট  (Loksabha vote)। আগামী ২১ ফেব্রুয়ারি পঞ্জাব গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আম আদমি পার্টির (AAP) নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন। সেখানে ভগবন্ত মান, অরবিন্দ কেজরিওয়াল উপস্থিত থাকবেন বলেই খবর। যেকোন শহরে গেলেই মুখ্যমন্ত্রী সেখানে ধর্মীয় স্থান দর্শন করেন। তাই বাদ যাবে না পঞ্জাবের স্বর্ণ মন্দির। বিরোধী জোট নিয়ে টানাপোড়েন লেগেই রয়েছে বেশ কয়েকদিন ধরেই। কংগ্রেসের সঙ্গে জোট আদৌও থাকবে কিনা তুঙ্গে। বাংলায় একা লড়ার কথা আগেই জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-ভোটার তালিকা তৈরিতে বড় রায় সুপ্রিম কোর্টের

অন্যদিকে নতুন করে শুরু হয়েছে কৃষক আন্দোলন। কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন মমতা। নীতীশ কুমার দাবি করছিলেন তিনি ইন্ডিয়া জোটের কনভেনার হতে চান। কিন্তু কেজরীওয়ালকে দিয়ে মল্লিকার্জুন খাড়্গেকে কনভেনার করার প্রস্তাব দেন বাংলার মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহল মনে করছে, সেই সময় থেকেই কেজরীওয়ালকে সঙ্গে নিয়ে সমান্তরাল জোট তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

Latest article