ভোটার তালিকা তৈরিতে বড় রায় সুপ্রিম কোর্টের

চূড়ান্ত ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে নির্বাচন কমিশনের (Election commission) কাজে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট (Supreme court)

Must read

চূড়ান্ত ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে নির্বাচন কমিশনের (Election commission) কাজে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট (Supreme court)। আগামী ভোটের জন্য় তালিকা তৈরি করা হচ্ছে। অ্যাডভোকেট অমিত শর্মা নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন। তিনি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা, ও মনোজ মিশ্রের বেঞ্চের সামনে এদিন জানান প্রথমবার যারা ভোট দিতে চান তারা ভোটার তালিকায় নাম তোলার জন্য উৎসাহী। কোন ভোটার মারা গিয়ে থাকলে বা কোনও ডুপ্লিকেট নাম ভোটার তালিকায় থাকলে সেটা বাদ দেওয়া নিয়ে পরিবারের সদস্যরা নির্বাচন কমিশনকে সহায়তা করেন না।

আরও পড়ুন-পাঁচ বছরের রক্ষণাবেক্ষণের দায় ঠিকাদারের, সিদ্ধান্ত জেলা পরিষদের

নির্বাচন কমিশন ও বুথস্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি সমীক্ষা চালিয়েছেন। নির্বাচন কমিশন এই বিষয়ে জানিয়েছে, চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে সব মিলিয়ে ৯৬.৯ কোটি ভোটার তাঁদের নাম নথিভুক্ত করেছেন। সূত্রের খবর, প্রায় দু কোটি নতুন ভোটার নিজেদের নাম তালিকায় তুলেছেন। ১৮-১৯বছর বয়সি ও ২০-২৯ বছর বয়সিরা রয়েছেন। এদিন বিচারপতিদের বেঞ্চের তরফে একটি জনস্বার্থ মামলার নিষ্পত্তি করা হয়েছে। মামলায় বলা হয় এই তালিকায় অনেক ভুয়ো ভোটার আছে। সবার আগে এই নামগুলি বাদ দেওয়া বিশেষভাবে প্রয়োজন।

Latest article