প্রতিবেদন : এবার ইন্ডিয়ার মিশন মণিপুর (I.N.D.I.A- Manipur)। আগামী ২৯ এবং ৩০ জুলাই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে ২০ সদস্যের প্রতিনিধি দল রওনা হচ্ছে অশান্ত মণিপুরের উদ্দেশ্যে শান্তির বার্তা নিয়ে। দলে থাকবেন ইন্ডিয়া জোটের ২৬টি দলেরই প্রতিনিধিরা (I.N.D.I.A- Manipur)। ইন্ডিয়া জোটের প্রতিনিধি দলে থাকছেন চার মহিলা সাংসদ। তৃণমূলের তরফে সুস্মিতা দেব ছাড়াও থাকছেন, কংগ্রেসের ফুলোদেবী নেতাম, ডিএমকের কানিমজি এবং জেএমএমের মহুয়া মাঝি। ২৯ জুলাই শনিবার সকাল ৮.৫০ মিনিটে দিল্লি বিমানবন্দর থেকে রওনা হবে প্রতিনিধি দল। মণিপুর পৌঁছে প্রতিনিধি দল প্রথমেই যাবেন ইম্ফল ভ্যালিতে সেখান থেকে যাবেন চুরাচাঁদপুরে। ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা মণিপুরের ইস্যু নিয়ে সাক্ষাৎ করবেন রাজ্যপাল অনসূয়া উইকেই-এর সঙ্গেও। ৩০ জুলাই রবিবার দুপুরে প্রতিনিধিরা সেখান থেকে ফিরবেন।
বিরোধী জোট ইন্ডিয়ার নেতৃত্বে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ঘরে বৃহস্পতিবার সকালের বৈঠকে স্থির হয় সদস্যদের নাম এবং দিনক্ষণ। দিন কয়েক আগে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে বাংলার সাংসদরা মণিপুর ঘুরে এসেছেন। এখনও হিংসা থামেনি মণিপুরে।
আরও পড়ুন- অভিন্ন দেওয়ানি বিধি, সমাধান না সমস্যাবর্ধক উপাদান