চন্দ্রযান-৩ যেন নক্ষত্র! ধরা পড়ল টেলিস্কোপে

Must read

আর মাত্র কয়েকঘণ্টা। পৃথিবীর কক্ষপথের একেবারে শেষপ্রান্তে রয়েছে চন্দ্রযান-৩। চাঁদের কক্ষপথে প্রবেশ করতে আর বেশি দেরি নেই ভারতের তৈরি এই মহাকাশযানের। এরই মধ্যে  মহাকাশে এক ছোট্ট বিন্দু হিসেবে চন্দ্রযান-৩ কে চিহ্নিত করেছে পোল্যান্ডের একটি সংস্থা। সিবিলিয়া টেকনোলজিস অধীনস্থ টেলিস্কোপের ওই ছবিটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ছবিটি দেখে মনে হচ্ছে তারাদের মধ্যে চন্দ্রযান-৩ (Chandrayaan-3) যেন নক্ষত্র।

পোল্যান্ডের পর্যেবক্ষণকারী দলের এক সদস্য স্কট টাইলি বলেন, ভূপৃষ্ঠ থেকে বহু দূরে চলে গিয়েছে চন্দ্রযান-৩। এই মুহূর্তে পৃথিবীর শেষ কক্ষপথে রয়েছে সেটি। এদিকে সেই পর্যবেক্ষণকারী দলকে প্রশ্ন করা হয়,  চন্দ্রযান ৩-এর আকাঙ্খিত কক্ষপথের সঙ্গে আসল কক্ষপথের কোনও পার্থক্য রয়েছে কি? এর জবাবে পোলিশ দলের তরফে জানানো হয়, যদি চন্দ্রযান ৩-এর বর্তমান কক্ষপথের সঙ্গে পরিকল্পিত পথের কোনও পার্থক্য থেকেও থাকে, তা পরবর্তিতে সংশোধন করা যাবে। আপাত দৃষ্টিতে চন্দ্রযান ৩ সাফল্যের দিকেই এগোচ্ছে।

আরও পড়ুন- অভিন্ন দেওয়ানি বিধি, সমাধান না সমস্যাবর্ধক উপাদান

প্রসঙ্গত, ১৪ জুলাই দুপুর ২ টো ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে এলভিএম৩-এম৪ রকেটের পিঠে চেপে চাঁদের উদ্দেশে রওনা দেয় চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। সব ঠিক থাকলে আগামী ২৩ অগাস্ট বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ভারতের তৈরি এই মহাকাশযান।

Latest article