নয়াদিল্লি : সীমিত ওভারের সিরিজ খেলতে জিম্বাবোয়ে (Zimbabwe) উড়ে গেল কে এল রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। সেখানে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। সিরিজের প্রথম ম্যাচ বৃহস্পতিবার। ভেনু হারারে স্পোর্টস ক্লাব। পরের দুটি ম্যাচ যথাক্রমে শনিবার (২০ অগাস্ট) এবং সোমবার (২২ অগাস্ট)।
এশিয়া কাপের আগে এই সিরিজ রাহুলের কাছে পরীক্ষার মঞ্চ। চোটের জন্য দীর্ঘদিন ধরেই ২২ গজের বাইরে রয়েছেন তিনি। শেষবার তাঁকে মাঠে দেখা গিয়েছিল সেই ফেব্রুয়ারিতে, আইপিএলের আসরে। তার পর চোটের কারণে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে যেতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও শেষ মুহূর্তে চোট পেয়ে ছিটকে যান। জার্মানিতে গিয়ে অস্ত্রোপচার করে ফিট হয়ে ওঠার পর রাহুল কোভিড আক্রান্ত হয়ে পড়েছিলেন। ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরেও যেতে পারেননি।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে কমছে কলকাতা মেট্রোর সংখ্যা, একনজরে দেখে নিন সময়সূচি
তবে এশিয়া কাপের দলে রাহুলকে রাখা হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে থাকার জন্য কোনও ধরনের ম্যাচ প্র্যাকটিস ছাড়াই এশিয়া কাপে খেলতে হত তাঁকে। তাই বোর্ডের ফিটনেস টেস্টে পাশ করতেই রাহুলকে তড়িঘড়ি জিম্বাবোয়ে সফরের দলে ডেকে নেওয়া হয়। তিনিই এই সফরে দলকে নেতৃত্ব দেবেন। পূর্বঘোষিত অধিনায়ক শিখর ধাওয়ান সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
এদিকে, জিম্বাবোয়ে (Zimbabwe) সফরে রাহুল দ্রাবিড়ের পরিবর্তে কোচের ভূমিকা পালন করবেন ভিভিএস লক্ষণ। জিম্বাবোয়ে সফর ও এশিয়া কাপ পরপর হওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এশিয়া কাপের জন্য জিম্বাবোয়ে সফরে নিয়মিত তারকাদের পরিবর্তে একঝাঁক তরুণ ক্রিকেটারকে দলে রাখা হয়েছে। জিম্বাবোয়ে সফরের দলে রাহুল ছাড়া একমাত্র দীপক হুডা এশিয়া কাপের স্কোয়াডে আছেন।