সিডনি, ২৭ মে : গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর প্রায় দু’সপ্তাহ পর শেষকৃত্য সম্পন্ন হল অ্যান্ড্রু সাইমন্ডসের। শুক্রবার টাউন্সভিলেতে প্রয়াত অস্ট্রেলীয় অলরাউন্ডারের শেষকৃত্যে হাজির হয়ে প্রিয় সিমোকে শেষ বিদায় জানালেন তাঁর সতীর্থ, বন্ধুরা। সাইমন্ডসের পরিবারের তরফে স্মরণসভার জন্য বিশেষ পোশাকবিধি জানিয়ে দেওয়া হয়েছিল। টাই, ব্লেজার বা জ্যাকেট ছাড়াই স্মরণ-অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সাইমন্ডসের সতীর্থরা। প্রয়াত ক্রিকেটারের পরিবারের সদস্যদের পাশাপাশি ছিলেন অ্যালান বর্ডার, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, ড্যারেন লেম্যান, ইয়ান হিলির মতো অস্ট্রেলীয় ক্রিকেটের কিংবদন্তিরা। অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং দেখানো হয়ে সাইমন্ডসের ঘরের মাঠ পুরনো গাব্বায়। সেখানে ফ্যানরা তাঁকে শেষ বিদায় জানান।
আরও পড়ুন-টাইব্রেকারে হার প্রজ্ঞানন্দের
টাউন্সভিলেতে প্রথমে স্মরণসভা হয়। তার পর শেষকৃত্যের অনুষ্ঠান। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শেষকৃত্যের সময় কাঠের কফিনের পাশে রাখা ছিল সাইমন্ডসের ক্রিকেট ব্যাট, মাছ ধরার ছিপ, কাঁকড়া ধরার পাত্র এবং সিমোর পছন্দের একাধিক টুপি। অনুষ্ঠান শেষে গিলক্রিস্ট বলেছেন, ‘‘স্মরণ অনুষ্ঠান খুব গুছিয়ে আয়োজন করা হয়েছে। বেদনাদায়ক মুহূর্ত ছিল। কিন্তু যে মানুষটা সবাইকে নিঃশর্ত ভালবাসা দিয়ে গিয়েছে তার জন্য এই স্মৃতিচারণ একদিনে শেষ হয় না। সিমো আমাদের হৃদয়ে থাকবে। ও বিশুদ্ধ হৃদয়ের মানুষ ছিল। কষ্টের মধ্যেও সিমো ঠিক নিজের পথ খুঁজে নিতে পারত।’’
আরও পড়ুন-দ্রুততম হাফ সেঞ্চুরি ধোনিভক্ত কিরণের, মেয়েদের টি-২০ চ্যালেঞ্জ
সাইমন্ডসের ক্যাপ্টেন পন্টিং স্মৃতিচারণ করে বলেছেন, ‘‘বড় মাপের মানুষ সিমো। দুর্দান্ত সতীর্থ। যদি আমি কালই টেস্ট, ওয়ান ডে ও টি-২০ দল বেছে নিই, প্রতিবারই ও আমার দলে থাকবে।’’