সমস্যার কথা শুনতে দুয়ারে অঞ্চল সভাপতি

পুরসভা নির্বাচনের মতোই গুরুত্ব দিতে হবে পঞ্চায়েত নির্বাচনে। এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : পুরসভা নির্বাচনের মতোই গুরুত্ব দিতে হবে পঞ্চায়েত নির্বাচনে। এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশমতোই কাজ শুরু করে দিয়েছেন দলীয় কর্মীরা। ভুটান সীমান্তবর্তী শহর জয়ঁগাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার সকাল থেকে শুরু হল দুয়ারে অঞ্চল সভাপতি। আলিপুরদুয়ার জেলাজুড়ে চলছে ‘বুথ চলো’ অভিযান। জয়গাঁ এলাকাতেও চলছে এই কর্মসূচি। এবার জয়গাঁ শহরাঞ্চল এলাকায় শুক্রবার থেকে শুরু হল দুয়ারে অঞ্চল সভাপতি। জয়গাঁ দুই নম্বর অঞ্চলের তৃণমুল কংগ্রেসের অঞ্চল সভাপতি আব্দুল মানিক সাধারণ মানুষের বাড়ি বাড়ি যান।

আরও পড়ুন-সাইমন্ডসকে শেষ বিদায় পন্টিংদের

এদিন তিনি বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বদের বাড়িতে গিয়েও সকলের সমস্যা শুনলেন। সকলের হাতে তুলে দিলেন গোলাপফুল। পাশাপাশি চায়ের দোকানে বসে সবার সঙ্গে কথা বলে জানতে চান সমস্যার কথা। তিনি বলেন, ‘‘আমাদের বুথ চলো কর্মসূচি চলছে, সেই অনুযায়ী আমাদের দলের নেতৃবৃন্দ প্রতিটি বুথে বুথে ঘুরছেন। মানুষের সমস্যা শুনতে এবং তার সমাধান করতে আমরা এভাবে হাজির হব প্রত্যেকের দুয়ারে।’’

Latest article