লেস্টার, ২০ জুন : সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে সোমবারই লন্ডন থেকে লেস্টারে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। শুক্রবার থেকে লেস্টারশায়ারের বিরুদ্ধে শুরু হবে চারদিনের এই প্র্যাকটিস ম্যাচ। ১ জুলাই থেকে শুরু হয়ে যাবে বার্মিংহাম টেস্ট। তার আগে এই ম্যাচটাই রোহিত শর্মা, বিরাট কোহলিদের কাছে প্রস্তুতি মঞ্চ। এদিনই প্রথমবার নেটে ব্যাট করলেন রোহিত। ভারত অধিনায়ক একদিন পর শিবিরে যোগ দিয়েছিলেন। সোমবার নেটে বেশ কিছুক্ষণ ব্যাটিং করেন রোহিত।
আরও পড়ুন-ট্যাক্সেশন ট্রাইবুনালেও থাকবেন না রাজ্যপাল
দীর্ঘদিন পর লাল বলের ফরম্যাট খেলবেন। তার উপরে এবারের আইপিএলে ব্যাট হাতে ছন্দে ছিলেন না। তাই নেটে ব্যাট করার সময় রীতিমতো সিরিয়াস ছিলেন রোহিত। ইংল্যান্ডের পরিবেশে বল বাড়তি সুইং করে থাকে। তাই অধিকাংশ সময়ই ফ্রন্টফুটে খেলতে দেখা গিয়েছে রোহিতকে। অধিনায়কের মতোই এদিন নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেন শুভমান গিল। তিনিও সামনের পায়ে খেলার বিষয়ে বাড়তি জোর দিয়েছেন। কে এল রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ার পর, রোহিতের সঙ্গে ওপেন করবেন শুভমান। কিন্তু তিনিও বেশ কিছুটা সময় পর কোনও টেস্ট ম্যাচ খেলবেন।