চেন্নাই, ৮ অক্টোবর : শনিবার বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ২২ গজে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে অনেক আগে থেকেই। এরই মধ্যে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, পাকিস্তান ম্যাচে চিরাচরিত নীল জার্সির বদলে কমলা রংয়ের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন রোহিত শর্মা অ্যান্ড কোং। পরে সেই জার্সি নিলামে তোলা হবে। এবং নিলাম থেকে প্রাপ্য অর্থ দান করা হবে ইউনেস্কোর রিলিফ ফান্ডে।
আরও পড়ুন-অব্যবস্থায় হোটেলেই প্রস্তুতি বাংলার
যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রবিবার চেন্নাইয়ে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ শুরু হওয়ার আগে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ আশিস শেলার এই প্রসঙ্গে বলেন, আমরা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, পাকিস্তান ম্যাচে ভারতীয় ক্রিকেট দল যে অন্য রংয়ের জার্সি গায়ে মাঠে নামবে বলে সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, তা সঠিক নয়। এই খবর পুরোপুরি ভিত্তিহীন। ‘মেন ইন ব্লু’ ওই ম্যাচে নীল রংয়ের জার্সি গায়েই মাঠে নামবে।