অব্যবস্থায় হোটেলেই প্রস্তুতি বাংলার

সন্তোষ ট্রফির মূলপর্বে খেলার যোগ্যতা-অর্জন পর্বে খেলতে পাঞ্জাবে গিয়ে অব্যবস্থার শিকার বাংলা।

Must read

প্রতিবেদন : সন্তোষ ট্রফির মূলপর্বে খেলার যোগ্যতা-অর্জন পর্বে খেলতে পাঞ্জাবে গিয়ে অব্যবস্থার শিকার বাংলা। আজ সোমবার গ্রুপ পর্বে ওড়িশার বিরুদ্ধে প্রথম ম্যাচ নরহরি শ্রেষ্ঠাদের। অথচ, ম্যাচের আগের দিন রাত দেড়টার সময় অমৃতসর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে ফাগোয়ারায় একটি হোটেলে উঠেছে বাংলা দল। কলকাতা থেকে বিমানে অমৃতসর পৌঁছে দু’ঘণ্টার উপর বাসযাত্রা করে গভীর রাতে টিম হোটেলে পৌঁছয় দল।

আরও পড়ুন-কালিকাপুর রাজবাড়ি টানে ছবির পরিচালকদেরও

রবিবার অনুশীলনের জন্য যে মাঠ দেওয়া হয়েছিল বাংলাকে, হোটেল থেকে তার দূরত্ব ২২ কিলোমিটার। ক্লান্তির মধ্যে আর মাঠে গিয়ে অনুশীলন করতে পারেনি দল। একপ্রকার বাধ্য হয়ে হোটেলের লনেই গা ঘামান ফুটবলাররা। তার উপর সোমবার ওড়িশা ম্যাচ দেওয়া হয়েছে সকালে। ৮টার সময় সময় ম্যাচ থাকলেও বাংলার অনুরোধে তা এক ঘণ্টা পিছিয়ে সকাল ৯টায় করা হয়েছে।

আরও পড়ুন-লাদাখে বিরাট জয় ইন্ডিয়ার, বিজেপির শেষের শুরু

বিরক্ত বাংলার কোচ রঞ্জন চৌধুরী ফোনে বললেন, ‘‘ওড়িশা চার দিন আগে এখানে এসে প্রস্তুতি সারছে। আর কলকাতা লিগ চলায় ফুটবলারদের ট্রায়ালে দেখে দল নির্বাচনেরই পর্যাপ্ত সময়ই পাইনি আমরা। অমৃতসর থেকে ছোট বাসে দু’ঘণ্টা সফর করে টিম হোটেলে এলাম, তাতে সবার ভালভাবে বসারও জায়গা ছিল না। ছেলেরা ক্লান্ত। আবার অত সকালে ম্যাচ দেওয়া হয়েছে। তবু আমরা ভাল খেলার চেষ্টা করব। এই অবস্থায় ফুটবলারদের মানসিকতার পরীক্ষা। এই দিকটাই আমি দেখছি।’’

Latest article