মুম্বই, ২৮ নভেম্বর : সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই দক্ষিণ আফ্রিকা সফরের দল বেছে নেওয়া হবে। বিসিসিআই সূত্রের খবর তেমনই। প্রসঙ্গত, ১০ ডিসেম্বর তিন ম্যাচের টি ২০ সিরিজ দিয়ে শুরু হবে সফর। এরপর ১৭ ডিসেম্বর থেকে তিন ম্যাচের একদিনের সিরিজ। সবার শেষে দু’ম্যাচের টেস্ট সিরিজ। যা শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে।
আরও পড়ুন-সৈয়দ মোদি টুর্নামেন্ট শুরু, লখনউয়ের কোর্টে পাখি
বোর্ড সূত্রের খবর, সাদা বলের সিরিজে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে। দু’জনেই একমাসের ছুটি চেয়েছেন। সেক্ষেত্রে টেস্ট সিরিজে ফিরবেন রোহিত ও বিরাট। বোর্ডের এক শীর্ষ কর্তা এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘রোহিত ও বিরাটকে টি ২০ এবং ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হবে। ওরা আগেই ছুটি চেয়ে রেখেছে। আগামী সপ্তাহে সাদা বলের সিরিজের দল বেছে নেওয়া হবে। টেস্টে সিরিজের দল পরে ঘোষণা করা হবে।’’
আরও পড়ুন-আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল ২০২৪ সালের আন্তর্জাতিক বইমেলার দিন
এদিকে, হার্দিক পান্ডিয়ার দক্ষিণ আফ্রিকা সফরের দলে থাকা নিয়ে বড় প্রশ্নচিহ্ন ঝুলছে। তারকা অলরাউন্ডার এখনও ফিট নন। যা পরিস্থিতি, তাতে হার্দিকের পুরোপুরি ফিট হয়ে উঠতে আরও সপ্তাহ দুয়েকের মতো সময় লাগবে। তাছাড়া আগামী বছর টি ২০ বিশ্বকাপ। তাই হার্দিককে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না নির্বাচকরা। সেক্ষেত্রে টি ২০ সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। অন্যদিকে, একদিনের সিরিজে রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্ব দিতে পারেন কে এল রাহুল।