বেকারদের স্বনির্ভর করে তুলতে কারিগরি প্রশিক্ষা

নিজেদের এলাকায় পানীয় জল-সহ যাবতীয় পাইপ ফিটিংসের কাজ করতে পারবে। হাতের কাজ করে আয় করতে পারবে। নিজের পায়ে দাঁড়াতে পারবে

Must read

সংবাদদাতা: ঝাড়গ্রাম : জঙ্গলমহলের বেকার যুবক-যুবতীদের জীবনে প্রতিষ্ঠিত করতে নানা ধরনের প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। খেলাধুলার কোচিং বাদে কখনও বিনামূল্যে সর্বভারতীয় পরীক্ষার কোচিং দেওয়া হচ্ছে, কখনও ব্যবসার জন্য সহায়তা দেওয়া হচ্ছে, কখনওবা স্বল্পশিক্ষিতদের মোটর ড্রাইভিংয়ের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-বিজেপির ট্রেন ফাঁকা

এবার যেমন বেকার যুবকদের স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকারের কারিগরি দফতরের উদ্যোগে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বেকার যুবকদের দেওয়া হল সাতদিনের প্লাম্বিং ও পাইপ ফিটিংয়ের ট্রেনিং। মোট ৫২ জন যুবককে সাতদিনের বিষয়ভিত্তিক এবং ফিল্ড ট্রেনিং দেওয়ার পর সোমবার ব্লকের এনআরইজিএ বিল্ডিংয়ের উপরতলার হলঘরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হল। রাজ্য কারিগরি দফতরের প্রশিক্ষক শুভাশিস নন্দী বলেন, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের যে সমস্ত যুবক আইটিআই, ডিপ্লোমা জাতীয় জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের ট্রেনিং নিতে পারেনি, তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য এই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে প্রশাসন। সাতদিন ধরে হাতেকলমে কাজের পাশাপাশি বিষয়ভিত্তিক শিক্ষা দেওয়া হয়েছে। এতে ট্রেনিংপ্রাপ্ত যুবকেরা নিজেদের এলাকায় পানীয় জল-সহ যাবতীয় পাইপ ফিটিংসের কাজ করতে পারবে। হাতের কাজ করে আয় করতে পারবে। নিজের পায়ে দাঁড়াতে পারবে।

Latest article