পথ দুর্ঘটনার কবলে তেজস্বী যাদবের কনভয়, মৃ.ত ১, আহত পুলিশকর্মী সহ ১০

বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব লোকসভা নির্বাচনের আগে জন বিশ্বাস যাত্রা শুরু করেন। সোমবার পূর্ণিয়ায় পৌঁছয় সেই যাত্রা।

Must read

তেজস্বী যাদবের (Tejaswi Yadav) কনভয়ের গাড়ি পথ দুর্ঘটনার কবলে পড়ল। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালকের। আরও ১০ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন। জানা গিয়েছে, তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে রয়েছেন ৬জন পুলিশকর্মী। সোমবার রাতে আরজেডি নেতা তেজস্বী যাদবের কনভয়ে থাকা একটি পুলিশের গাড়ি বিহারের পূর্ণিয়া জেলায় দুর্ঘটনার কবলে পড়ে। উল্টোদিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হঠাৎ করেই উল্টে যায় পুলিশের গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালকের।

আরও পড়ুন-‘গগনযান’ মিশনে ৪ মহাকাশচারীকে বেছে নিল ভারত

বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব লোকসভা নির্বাচনের আগে জন বিশ্বাস যাত্রা শুরু করেন। সোমবার পূর্ণিয়ায় পৌঁছয় সেই যাত্রা। তেজস্বী যাদবের কনভয় বেলাউড়ি এলাকার পূর্ণিয়া–কাটিহার হাইওয়ে দিয়ে যাচ্ছিল। তখনই অন্য লেনে ঢুকে পড়ে কনভয়ের একটি গাড়ি। এর ফলেই বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে গাড়ির। স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সোমবার রাত ১১টা নাগাদ পূর্ণিয়া জেলার বেলাউরির কাছে কনভয়ে থাকা পুলিশের গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ির চালক মহম্মদ হালিমের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তিনজন পুলিশকর্মীও আহত হন। উল্টোদিকের গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। সেই গাড়িতে থাকা চারজন গুরুতর জখম হন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। সকল আহতদের পূর্ণিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসপি উপেন্দ্রনাথ ভার্মা ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান। সুরক্ষিত আছেন তেজস্বী।

 

Latest article