তেজস্বিনীর নতুন নাম হল উইনার্স

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : ‘তেজস্বিনী’-র নাম বদলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাখলেন ‘উইনার্স’। পুজোর মধ্যেই শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মার উদ্যোগে মহিলা পুলিশ কর্মীদের নিয়ে গঠন করেছিলেন ‘তেজস্বিনী’। শহরে ইভটিজিং, ছিনতাই রুখতে এবং মহিলাদের সুরক্ষায় কাজ নামে তেজস্বিনী বাহিনী। মঙ্গলবার কার্শিয়াং টাউনহল প্রশাসনিক বৈঠকেই তেজস্বনীর নাম পরিবর্তন করেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা মুখ্যমন্ত্রীকে তেজস্বিনী বিষয়ে জানান। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘তেজস্বিনী নামটি খুব সুন্দর কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। মহিলারা তো সব সময় বিজয়ী। তাই নাম হতে পারে উইনার্স।” মুহূর্তের মধ্যে তেজস্বিনী নাম পরিবর্তন হয়ে হয়ে গেল উইনার্স।

       আরও পড়ুন : দেরাদুনে ঘুরতে গিয়ে হত ৫ পর্যটক

উইনার্সের পরিকল্পনা গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়া উচিত— বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দার্জিলিং পুলিশ ও কালিম্পং জেলা পুলিশকেও এমন মহিলাদল গঠন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুধু শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মার ভূয়সী প্রশংসাই করেননি। ডিজিকে নির্দেশ দেন ‘‘ওঁকে দীপাবলিতে একটা ভাল উপহার দেবেন।” স্বভাবতই খুশি পুলিশ কমিশনার।

Latest article