প্রতিবেদন : চলতি বছরের শেষের দিকেই তেলেঙ্গানায় বিধানসভার ভোট। ইতিমধ্যেই দক্ষিণের এই রাজ্যে নির্বাচনী ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও স্পষ্ট জানিয়ে দিলেন, মোদি সরকারের আনা অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন করার কোনও প্রশ্নই নেই। সংসদের আসন্ন বাদল অধিবেশনে মোদি সরকার অভিন্ন দেওয়ানি বিধি চালুর চেষ্টা করলে তার তীব্র বিরোধিতা করবে ভারত রাষ্ট্র সমিতি।
আরও পড়ুন-টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স, ফের গৈরিকীকরণের অপচেষ্টা
সোমবার হায়দরাবাদে সংবাদমাধ্যমের সামনে কেসিআর অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি সাফ জানান, এ বিষয়ে সমমনোভাবাপন্ন দলগুলিকে সঙ্গে নিয়েই তিনি অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিরোধিতা করবেন। উল্লেখ্য, এর আগে উত্তর-পূর্বের একাধিক রাজ্য থেকে শুরু করে জম্মু ও কাশ্মীর ছাড়া বিরোধীশাসিত একাধিক রাজ্য অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করেছে। যার মধ্যে বেশ কয়েকটি রাজ্যে বিজেপির শরিকরাও রয়েছে।
আরও পড়ুন-লক্ষ্যর সামনে নতুন চ্যালেঞ্জ
বিজেপিকে তীব্র আক্রমণ করে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বলেন, ধর্মের নামে হিংসা, বিদ্বেষ ও ঘৃণা ছড়িয়ে দেশকে বিভাজনের পথে ঠেলে দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। মোদি সরকারের আমলে উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে। বেকারত্ব বাড়ছে। প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী। এবার অভিন্ন দেওয়ানি বিধি চালুর নামে এক নতুন ষড়যন্ত্র চলছে। সংসদের বাদল অধিবেশনে যদি বিজেপি নেতৃত্ব বা মোদি সরকার অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশ করে তাহলে বিআরএস সাংসদরা সংসদের দুই কক্ষেই তার বিরোধিতা করবেন। বিজেপির দেশকে নতুন করে ভাগ করার ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না।
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…