প্রতিবেদন : রাজ্যের বিষয়ে তদন্তের ক্ষেত্রে সিবিআইকে দেওয়া ‘জেনারেল কনসেন্ট’ (General Consent- CBI) প্রত্যাহার করে নিল তেলেঙ্গানা রাজ্য সরকার। তেলেঙ্গানা হাইকোর্টকে এই বিষয়ে জানিয়েছেন তেলেঙ্গানার অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। কয়েকদিন আগেই তেলেঙ্গানায় ঘোড়া কেনাবেচা করে সরকার ফেলার চেষ্টা করে বিজেপি। এই অভিযোগে আদালতে মামলা দায়ের হয়। সিবিআই তদন্ত দাবি করে দায়ের হওয়া মামলার শুনানিতে এই কথা জানান অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। অভিযোগ, কোটি কোটি টাকা ছড়িয়ে টিআরএস বিধায়কদের ভাঙিয়ে সরকার ফেলার ষড়যন্ত্র করেছিল বিজেপি। এই অভিযোগে হায়দরাবাদে ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তেলেঙ্গানায় তদন্তের ক্ষেত্রে সিবিআইকে জেনারেল কনসেন্ট অর্থাৎ আগাম সম্মতি দেওয়া ছিল। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষিতে সেই অনুমতি প্রত্যাহার করে নেওয়া হল বলে মত রাজনৈতিক মহলের। রবিবার, সিবিআইকে দেওয়া সম্মতি প্রত্যাহারের বিষয়ে রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে। দিল্লি পুলিশ এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট ১৯৪৬ অনুসারে কোনও রাজ্যে সিবিআই-এর (General Consent- CBI) কাজ করার ক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন। তেলেঙ্গানার স্বরাষ্ট্রসচিব রবি গুপ্ত জানান, ২৩ সেপ্টেম্বর ২০১৬-তে তেলেঙ্গানা সরকারের জারি করা সম্মতি প্রত্যাহার করা হয়েছে। কোনও মামলার ক্ষেত্রে তদন্তে তেলেঙ্গানা সরকারের সম্মতি নিতে হবে সিবিআইকে। রাজ্য সরকার সুপারিশ প্রত্যাহারের পরেও হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের নির্দেশে তেলেঙ্গানায় তদন্ত চালাতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।