এক ধাক্কায় পাঁচ ডিগ্রি বাড়ল পারদ

Must read

ফের তাপমাত্রার পারদ চড়ল। শুক্রবার দুপুর থেকেই সোয়েটার জড়িয়ে অস্বস্তিতে পড়েছিলেন শহরবাসী (Kolkata)। সন্ধের পর অনেককেই ঘর্মাক্ত হতে হয়েছে। তাপমাত্রার পারদ চড়ার পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। তবে শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেভাবে তাপমাত্রা বাড়তে শুরু করল, তা বোধহয় আশা করেননি দক্ষিণবঙ্গবাসী। তাপমাত্রার পারদ একইভাবে চড়েছে শনিবারেও। পৌষ সংক্রান্তিতে এমন আবহাওয়া খুব একটা আশা করা যায় না, বলছেন হাওয়া অফিসের কর্তারা। শুধু বাংলা নয় এক ধাক্কায় বাড়ল দিল্লির তাপমাত্রাও।

আরও পড়ুন: ৫০ লক্ষ! সব রেকর্ড ভাঙবে এবার গঙ্গাসাগর

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কার্যত শীতঘুমে চলে গিয়েছে শীত। শনিবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার জেরেই ক্রমশ উত্তুরে হাওয়া দুর্বল হয়ে পড়ছে, সেই কারণেই আপাতত বন্ধ পারদ পতন। তবে এখনই শীত-বিদায় নয়। ঝঞ্ঝা সরলে ধীরে ধীরে ঠান্ডার দাপট বাড়ার আশা করছেন আবহাওয়াবিদরা।

Latest article