সংবাদদাতা, দেগঙ্গা : ‘আমাদের রাজ্যে হিন্দুদের ধর্মীয় স্থানগুলোর উন্নয়নের ক্ষেত্রে যদি কেউ আমূল পরিবর্তন করে থাকেন তাঁর নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরেই তারাপীঠ থেকে শুরু করে দক্ষিণেশ্বর, চাকলা ও কচুয়ায় লোকনাথ ধাম-সহ হিন্দুদের ধর্মীয় স্থানগুলোর উন্নয়নে আমূল পরিবর্তন ঘটেছে।
আরও পড়ুন-বাঁকুড়া-পুরুলিয়ায় রিলিজিয়ন ট্যুরিজম
গত এগারো বছরে এগুলো মুখ্যমন্ত্রীর হাত ধরেই সেজে উঠেছে। শুধু ধর্মীয় স্থানই নয়, পারিপার্শ্বিক এলাকাতেও হয়েছে পরিবর্তন। মন্দিরগুলির সামনে সরকারের পক্ষে বসানো হয়েছে ওভার গেট, পর্যাপ্ত আলো। ভক্তদের সুবিধার্থে পরিবহণ ব্যবস্থাও ঢেলে সাজা হয়েছে।’ বৃহস্পতিবার লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান দিবসের প্রাক্কালে দেগঙ্গার চাকলায় এসে বললেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই মন্দিরে তিনদিন ধরে চলবে অনুষ্ঠান। প্রথম দিন বনমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্ত, পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, বিধায়ক নারায়ণ গোস্বামী, এ কে এম ফারহাদ প্রমুখ।