বাঁকুড়া-পুরুলিয়ায় রিলিজিয়ন ট্যুরিজম

মোহিত লাটা চান পরেশনাথ মন্দিরের আদলে নতুন করে সাজানো হোক পাকবিড়রা ক্ষেত্রটি। সহযোগিতা করছেন জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : সোমবার পুরুলিয়া রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী সবুজসংকেত দিয়ে যাওয়ার পর রিলিজিয়ন ট্যুরিজম সার্কিট গড়তে উদ্যোগ নিল প্রশাসন। পুঞ্চা থানার পাকবিড়রা গ্রামে প্রাচীন জৈনক্ষেত্র থেকে সার্কিট গড়ার কাজ শুরু হবে। প্রাথমিকভাবে বরাদ্দ ২ কোটি টাকা। সার্কিটে থাকছে পুরুলিয়া-বাঁকুড়ার প্রাচীন ধর্মস্থানগুলি। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে পাকবিড়রা নিয়ে প্রস্তাব দেন পর্যটন ব্যবসায়ী মোহিত লাটা। তাঁকেই এ বিষয়ে উদ্যোগ নিতে বলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-ভিস্তারার জরিমানা

মোহিত লাটা চান পরেশনাথ মন্দিরের আদলে নতুন করে সাজানো হোক পাকবিড়রা ক্ষেত্রটি। সহযোগিতা করছেন জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। পাকবিড়রা আনুমানিক নবম শতাব্দীর এই পুরাক্ষেত্রটি সভাধিপতির বাড়ির খুব কাছে। রয়েছে প্রচুর জৈনমূর্তি, স্থাপত্য। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অনেকগুলি মন্দির ধ্বংস হয়ে গিয়েছে। টিকে আছে দুটি মন্দির। একটি ভাঙা মন্দিরে আছে কষ্টিপাথরের বিশাল মহাবীর মূর্তি। সেটি কালভৈরব রূপে পুজো পান। সেই মূর্তিটিও সংরক্ষণ করা হবে। সভাধিপতি বলেন, নতুন ট্যুরিজম সার্কিট গড়ে তুলবে একটি টাস্ক ফোর্স।

Latest article