ভিস্তারার জরিমানা

দেশের অন্যতম পরিচিত বিমান সংস্থা ভিস্তারাকে ১০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

Must read

দেশের অন্যতম পরিচিত বিমান সংস্থা ভিস্তারাকে ১০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সম্প্রতি মধ্যপ্রদেশের ইন্দোর বিমানবন্দরে একটি বিমান অবতরণ করে। ওই বিমানের ফার্স্ট অফিসারের বিমান চালানোর প্রয়োজনীয় প্রশিক্ষণ ছিল না বলে জানা যায়। সেকারণেই ভিস্তারাকে বিপুল অঙ্কের জরিমানা করল অসামরিক বিমান চলাচল মন্ত্রক।

আরও পড়ুন-কাটোয়া হাসপাতালে মাছের বদলে পচা ডিম, ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা

উল্লেখ্য, বিমানের টেকঅফ ও অবতরণের দায়িত্ব থাকে বিমানের পাইলট বা ফাস্ট অফিসারের কাঁধে। ডিজিসিএও ভিস্তারার এই কাজে বিস্ময় প্রকাশ করেছে। একজন প্রশিক্ষণহীন ফার্স্ট অফিসারকে কীভাবে বিমান অবতরণের দায়িত্ব দেওয়া হল তা বুঝে উঠতে পারেনি ডিজিসিএ। এ ঘটনায় যাত্রীদের জীবন যথেষ্ট বিপদের মুখে পড়তে পারত বলে মনে করছে ডিজিসিএ। সূত্রের খবর, শুধু জরিমানা নয়, ভিস্তারার লাইসেন্স বাতিল করার কথাও ভাবছে বিমান চলাচল মন্ত্রক।

Latest article