মুম্বই, ৫ ডিসেম্বর : আইপিএলের ইতিহাসে সব থেকে সফল অধিনায়ক তিনি। সম্প্রতি পাকাপাকিভাবে ভারতীয় টি-২০ দলের অধিনায়কত্ব পেয়েছেন। সেই রোহিত শর্মার নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ কিংবদন্তি শচীন তেন্ডুলকর।
আরও পড়ুন-ফাইনালে হেরে সিন্ধুর রুপো
মুম্বই ইন্ডিয়ান্সে থাকাকালীন অধিনায়ক রোহিতকে দেখে মাস্টার ব্লাস্টারের মনে হয়েছে, এই ছেলে নেতৃত্ব গুণে চমকে দেবে। অনেক সাফল্য পাবে। কারণ, রোহিতের ক্রিকেটীয় মস্তিষ্ক। এক সাক্ষাৎকারে শচীন বলেছেন, ‘‘আমার সঙ্গে রোহিতের যখনই কথা হয়েছে, মনে হয়েছে ওর দুর্দান্ত ক্রিকেটীয় মস্তিষ্ক রয়েছে। চাপের মুখে কখনও আতঙ্কিত হয়ে পড়ে না রোহিত। চাপ ও দারুণভাবে সামলে নিতে পারে। যখন তুমি একটা দলকে নেতৃত্ব দিচ্ছ, তখন এই চাপ সামলানোর ক্ষমতাটা খুব গুরুত্বপূর্ণ।’’
আরও পড়ুন-আজাজকে বার্তা স্যার হ্যাডলির
এরপর শচীন যোগ করেন, ‘‘রোহিত খুব কমই ওর দলকে হতাশ করেছে। চাপের মুখে কঠিন সময়ে সঠিক এবং যথাযথ সিদ্ধান্ত নিতে পারে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও দেখেছি ওর নেতৃত্ব গুণ।’’
শেষে একশো আন্তর্জাতিক শতরানের মালিক আরও বলেন, ‘‘একজন অধিনায়কের অনেক গুণ থাকা উচিত। যখন দল চাপের মুখে অধিনায়কের দিকে তাকিয়ে থাকে, তখন ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হয়। মুম্বই ইন্ডিয়ান্সে থাকাকালীন রোহিতের মধ্যে আমি এই গুণ দেখেছি।’’