ফাইনালে হেরে সিন্ধুর রুপো

সেখান থেকে টানা কয়েকটি পয়েন্ট জিতলেও, শেষরক্ষা করতে পারেননি সিন্ধু। আর দ্বিতীয় গেমে তো তাঁকে প্রায় দাঁড় করিয়ে জিতে নেন কোরিয়ান শাটলার।

Must read

বালি, ৫ ডিসেম্বর : একেই বলে তীরে এসেও তরী ডোবা। কেরিয়ারের দ্বিতীয় ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস ট্রফি জয় আপাতত অধরাই রইল পিভি সিন্ধুর। রবিবার ফাইনালে দক্ষিণ কোরিয়ার আন সে ইয়ংয়ের বিরুদ্ধে ১৬-২১, ১২-২১ গেমে হেরে গিয়ে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।

আরও পড়ুন-আজাজকে বার্তা স্যার হ্যাডলির

এদিন ছন্দে থাকা কোরিয়ান প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সেভাবে কোনও প্রতিরোধই গড়তে ব্যর্থ হলেন দু-দু’টি অলিম্পিক পদকজয়ী ভারতীয় শাটলার। সেমিফাইনালে তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াই সম্ভবত সিন্ধুর খেলায় ছাপ ফেলেছিল। কারণ এই ম্যাচে দৃশ্যতই ক্লান্ত দেখিয়েছে তাঁকে। প্রথম গেমেই সিন্ধুকে পিছনে ফেলে দ্রুত ১৯-৯ পয়েন্টে এগিয়ে গিয়েছিলেন আন সে ইয়ং।

সেখান থেকে টানা কয়েকটি পয়েন্ট জিতলেও, শেষরক্ষা করতে পারেননি সিন্ধু। আর দ্বিতীয় গেমে তো তাঁকে প্রায় দাঁড় করিয়ে জিতে নেন কোরিয়ান শাটলার।

Latest article