আজাজকে বার্তা স্যার হ্যাডলির

ছত্রিশ বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে এক ইনিংসে ৫২ রানে ৯ উইকেট নিয়েছিলেন হ্যাডলি। কিন্তু কখনও তাঁর দশে দশ করা হয়ে ওঠেনি।

Must read

অকল্যান্ড, ৫ ডিসেম্বর : তিনি পারেননি। কিন্তু নিজের দেশের আর একজন ক্রিকেটার সেটাই করে দেখালেন। স্যার রিচার্ড হ্যাডলি এতে আপ্লুত। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বাঁ হাতি স্পিনার আজাজ প্যাটেলকে।

অকল্যান্ডের তরুণ শনিবার মুম্বই টেস্টে এমন এক কাণ্ড ঘটিয়েছেন যে, ক্রিকেট দুনিয়া তাঁকে নিয়ে উচ্ছ্বসিত। হ্যাডলিও এই দলে পড়ছেন। নিউজিল্যান্ড ক্রিকেটের অন্যতম সেরা মুখ তিনি। একসময়ের অন্যতম সেরা অলরাউন্ডার। ক্রিকেট নিউজিল্যান্ডকে নিজের প্রতিক্রিয়ায় স্যার হ্যাডলি বলেছেন, “আমার অভিনন্দন নাও আজাজ। দারুণ বল করেছ। তোমাকে বোলিং করতে দেখে আমার খুব ভাল লেগেছে। ওয়েল ডিজার্ভড। দারুণ মুহুর্ত। উপভোগ কর।”

আরও পড়ুন-ট্রাভিসে ভরসা রাখলেন কামিন্স

ছত্রিশ বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে এক ইনিংসে ৫২ রানে ৯ উইকেট নিয়েছিলেন হ্যাডলি। কিন্তু কখনও তাঁর দশে দশ করা হয়ে ওঠেনি। যা জিম লেকার বা অনিল কুম্বলে করতে পেরেছেন। এতে কিংবদন্তি ক্রিকেটারের কৃতিত্ব একটুও চিড় খায়নি। এখন এক স্বদেশীয় ক্রিকেটারকে পারফেক্ট টেন করতে দেখে মহাখুশি হ্যাডলি। তিনি আরও বলেছেন, “লেকার ও কুম্বলের সঙ্গে এবার তুমিও একাসনে চলে এলে। তোমার জন্য অনেক শুভেচ্ছা।”

আরও পড়ুন-ইদ্রাকপুরে ইকোট্যুরিজম

পারফেক্ট টেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য লেকারের প্রতিক্রিয়া এখন আর পাওয়ার সুযোগ নেই। কিন্তু আজাজের এই কীর্তির সামান্য পরেই তাঁকে নিয়ে উচ্ছ্বাস জানিয়েছেন ক্লাব সদস্য কুম্বলে। তিনি বলেছেন, “দশ উইকেট ক্লাবে তোমাকে স্বাগত। আরও এগিয়ে চল।” কুম্বলের এই বার্তায় অজাজ আরও উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, তিনি আপ্লুত। অনুপ্রাণিত। কুম্বলের দশ উইকেট নেওয়ার ভিডিও তিনি বহুবার দেখেছেন। নিশ্চিতভাবে নিজের এই কীর্তিও এখন থেকে বারবার দেখতে হবে আজাজকে।

Latest article