ট্রাভিসে ভরসা রাখলেন কামিন্স

গাব্বার দল ঘোষণা অস্ট্রেলিয়ার

Must read

ব্রিসবেন, ৫ ডিসেম্বর : লড়াই ছিল উসমান খোয়াজা আর ট্রাভিস হেডের মধ্যে। শেষপর্যন্ত দ্বিতীয়জনের উপরই ভরসা রাখল অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। গাব্বায় অ্যাসেজের প্রথম টেস্টে তাঁকেই পাঁচ নম্বরে ব্যাট করতে দেখা যাবে।

আরও পড়ুন-বার্ধক্যভাতা

বুধবার থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। তার আগে রবিবার সাংবাদিক সম্মেলনে এসে দলের প্রথম এগারো ঘোষণা করে দিলেন অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক কামিন্স। তাতে প্রত্যাশিতভাবেই নাম রয়েছে উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারির। যাঁর ব্রিসবেন টেস্টে অভিষেক হবে। টিম পেইন বিতর্কিত টেক্সট বিতর্কে দল থেকে সরে যাওয়ার পর ক্যারির কপাল খুলে যাওয়া মোটামুটি নিশ্চিতই ছিল। কামিন্স শুধু তাঁর নাম ঘোষণা করে দিলেন এদিন। তবে আসল লড়াই ছিল হেড ও খোয়াজার মধ্যে।

আরও পড়ুন-ইদ্রাকপুরে ইকোট্যুরিজম

কামিন্স বলেছেন, প্রথমজন অনেক অভিজ্ঞ। খোয়াজার মতো কেউ স্কোয়াডে থাকলে দলের সুবিধা। কিন্তু ট্রাভিস হেড ইদানীং রানের মধ্যে আছেন। সুতরাং তাঁকেই প্রথম এগারোয় রাখা হল।

এদিকে অস্ট্রেলিয়া ব্রিসবেন টেস্টের প্রথম এগারো ঘোষণা করে দিলেও ইংল্যান্ড সেই রাস্তায় হাঁটেনি। অধিনায়ক জো রুট বলেন, তাঁরা আরও একটু অপেক্ষা করবেন। “আবহাওয়া ও উইকেট আরও একটু দেখতে হবে। এখনও কিছুটা সময় আছে। পরিবর্তন হতেই পারে।” তবে গাব্বায় যে বল ঘুরবে, সেটা স্পষ্ট করে দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। বোঝা যাচ্ছে নাথান লিওন তাঁদের আতঙ্কে রেখেছেন। লম্বা অভিজ্ঞতা দিয়ে এই বর্ষীয়ান স্পিনার গাব্বায় চাপে ফেলতে পারেন ইংল্যান্ড ব্যটারদের।

Latest article