লন্ডন, ১৩ জুলাই : সম্পত্তি গোপন এবং ব্যাঙ্ক প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হয়ে আড়াই বছরের সাজা (Jailed) কাটাচ্ছেন বরিস বেকার (Tennis Star Boris Becker)। জার্মান টেনিস কিংবদন্তি (German Tennis Star) গত এপ্রিল থেকেই লন্ডনের জেলে বন্দি। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, জেলবন্দি বেকারকে নতুন দায়িত্ব দিয়েছে জেল কর্তৃপক্ষ। তিনি কয়েদিদের ক্রীড়া বিজ্ঞানের ক্লাস নেবেন।
আরও পড়ুন: বল সুইং করলে কাজ সহজ হয়, উচ্ছ্বসিত ওভালের নায়ক
সাজার মেয়াদ কাটানোর সময় প্রত্যেক কয়েদিকেই কাজ করে উপার্জন করতে হয়। বেকারের ক্রীড়াবিদ জীবনের কথা মাথায় রেখে, তাঁকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বেকার ক্লাস নেওয়ার সময় বাকি কয়েদিদের শারীরিক কসরত এবং খাদ্যাভ্যাসের সুফল-সহ ক্রীড়া বিজ্ঞানের বিভিন্ন উপকারিতার দিক তুলে ধরবেন।
আরও পড়ুন:শিশুশ্রমিক হিসেবে ব্রিটেনে এসেছিলাম, জানালেন ম্যারাথন কিংবদন্তি মো ফারা
এদিকে, বেকার এই দায়িত্ব পাওয়ায় অখুশি জেলের বাকি কয়েদিরা। তাঁরা মনে করছেন, প্রাক্তন টেনিস তারকাকে (Tennis Star Boris Becker) বিশেষ সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে এক জেলকর্মীর বক্তব্য, ‘‘জেলের নিয়ম অনুযায়ী অন্তত এক বছরের মেয়াদ কাটানোর পরেই কোনও বন্দি এই শিক্ষকতার দায়িত্ব পেয়ে থাকে। সেখানে বেকার মাত্র কয়েক মাস জেলে থাকার পরেই এই দায়িত্ব পেলেন। এ নিয়ে বেশ কয়েকজন কয়েদি লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছে।’’ যদিও জেলের এক মুখপাত্র জানিয়েছেন, ‘‘বেকারকে কোনও সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে না। আর পাঁচজন সাধারণ বন্দির মতো তাঁকেও একটা দায়িত্ব দেওয়া হয়েছে মাত্র।’’
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…