হাবাসের স্বাস্থ্য নিয়ে চিন্তা, নজরে বিকল্প

স্বাস্থ্যের কারণেই হাবাসকে নিয়ে অনিশ্চয়তা। এবার শারীরিক সমস্যায় বেশ কয়েকটি ম্যাচে ডাগ-আউটে থাকতে পারেননি দিমিত্রি পেত্রাতসদের হেডস্যার

Must read

প্রতিবেদন : আইএসএল কাপ হাতছাড়া হলেও মোহনবাগানকে প্রথমবার লিগ-শিল্ড দিয়েছেন তিনি। আইএসএলের ইতিহাসে সবচেয়ে সফল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। কিন্তু আগামী মরশুমে তাঁর মোহনবাগানের হেড কোচ থাকা নিয়ে রয়েছে সংশয়। অথচ, পরের মরশুমে অভিজ্ঞ স্প্যানিশ কোচকে ধরেই পরিকল্পনা করেছে ম্যানেজমেন্ট।

আরও পড়ুন-তৃণমূল নেতার উপর হামলা বিজেপি প্রার্থীর

স্বাস্থ্যের কারণেই হাবাসকে নিয়ে অনিশ্চয়তা। এবার শারীরিক সমস্যায় বেশ কয়েকটি ম্যাচে ডাগ-আউটে থাকতে পারেননি দিমিত্রি পেত্রাতসদের হেডস্যার। প্র্যাকটিসে না এসে টিম হোটেলে বসেই রণকৌশল তৈরি করেছেন। আইএসএল ফাইনালের পরদিনই স্পেনে ফিরে গিয়েছেন। সূত্রের খবর, হাবাসকে অস্ত্রোপচার করতে হতে পারে। স্পেনে চিকিৎসকদের পরামর্শ নেবেন। অস্ত্রোপচার না করলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আবার স্থায়ী সুস্থতার জন্য অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে। তাই হাবাসের ভাগ্য নির্ভর করছে তাঁর শারীরিক সুস্থতার উপর।

আরও পড়ুন-নিঃসঙ্গ দিলীপ শুনলেন গো ব্যাক

শারীরিকভাবে ফিট না থাকলে হাবাসকে আগামী মরশুমে কোনওভাবেই রাখবে না মোহনবাগান ম্যানেজমেন্ট। তার উপর লম্বা মরসুমে মহাদেশীয় টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ (এসিএল) টু-তে খেলবে দল। সেক্ষেত্রে বিকল্প কোচ নিয়োগ করবে ক্লাব। আলোচনায় এখনই উঠে আসছে সার্জিও লোবেরার নাম। ওড়িশা এফসি বাজেট কমাচ্ছে। লোবেরা সম্ভবত থাকছেন না সেখানে। হাবাস না থাকলে দিমিত্রিদের কোচ হওয়ার দৌড়ে প্রবলভাবে থাকবেন লোবেরা।

আরও পড়ুন-

বিদেশিদের মধ্যে জনি কাউকো, হেক্টর ইয়ুস্তে, ব্রেন্ডন হ্যামিল, আর্মান্দো সাদিকুর বিকল্প নেওয়া হবে বলে সূত্রের খবর। জনির ফিটনেস নিয়েই চিন্তা। ইরানের বিশ্বকাপার রুজবে চেশমি রয়েছেন মোহনবাগানের রাডারে। ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও সেন্টার ব্যাকেও খেলতে পারেন। ২০১৮ বিশ্বকাপে মরক্কোর বিরুদ্ধে দলকে জেতাতে সাহায্য করেন চেশমি। ইতিমধ্যেই অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে মোহনবাগান। ক্লাবের প্রি-কনট্রাক্টে সইও করে দিয়েছেন বলে খবর। ৩১ মে-র পর চূড়ান্ত চুক্তিতে সই করবেন অস্ট্রেলিয়ার তারকা স্ট্রাইকার।

Latest article