ঘুরে দাঁড়ানোর পরীক্ষা ঝুলনদের

Must read

কুইন্সটাউন, ২১ ফেব্রুয়ারি : সিরিজ আগেই হাতছাড়া হয়েছে। বিশ্বকাপের আগে শেষ দু’টি ওয়ান ডে জিতে সম্মান পুনরুদ্ধারের চেষ্টায় ভারতীয় মহিলা ক্রিকেট দল। মঙ্গলবার কুইন্সটাউন ওভালে একদিনের সিরিজের চতুর্থ ম্যাচ। তার জন্য বোলিং ও ফিল্ডিংয়ে উন্নতি করতে উদ্যোগী ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় ওয়ান ডে’তেও ২৭৯ রান তুলে তিন উইকেটে হারতে হয়েছে নিউজিল্যান্ডের কাছে। সেই সঙ্গে ০-৩ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত।

আরও পড়ুন – টি-২০ বিশ্বকাপের জন্য নির্দিষ্ট ফর্মুলা নেই, জানিয়ে দিলেন দ্রাবিড়

মার্চের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতেই শুরু হচ্ছে ওয়ান ডে বিশ্বকাপ (World Cup)। এই অবস্থায় চলতি সিরিজের শেষ দু’টি ম্যাচ জিততে পারলে আত্মবিশ্বাস বাড়িয়ে বিশ্বকাপ  অভিযান শুরু করতে পারবেন মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা। বাড়তি কোয়ারেন্টিন নিয়মের জেরে সিরিজের প্রথম তিন ম্যাচে খেলতে না পারা তারকা ওপেনার স্মৃতি মান্ধানা এবং পেসার মেঘনা সিং মঙ্গলবার সম্ভবত মাঠে নামবেন।

Latest article