দুবাই, ২৩ ফেব্রুয়ারি : দুবাই ওপেনে শেষবারের মতো খেলে পেশাদার টেনিস থেকে বিদায় নিয়েছেন সানিয়া মির্জা। কুড়ি বছরের লম্বা কেরিয়ার শেষ হতেই তাঁকে অভিনন্দনে ভাসিয়ে দিয়েছেন সতীর্থ টেনিস তারকারা।
শেষ ডাবলস ম্যাচে সানিয়া আমেরিকার ম্যাডিসন কিজকে সঙ্গে নিয়ে খেলেন রাশিয়ার ভেরোনিকা কুদারমেতোভা ও লুডমিলা সামসোনোভার বিরুদ্ধে। সানিয়ারা প্রথম রাউন্ডের এই ম্যাচে হেরে যান ৪-৬, ০-৬ সেটে। ছ’বারের গ্র্যান্ড স্লামজয়ী সানিয়াকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। সানিয়া একসময় ডাবলসের র্যা-ঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলেন।
আরও পড়ুন-আশাবাদী বার্সেলোনা,মেসি ফেরার অপেক্ষায় কোচ জাভি
সানিয়ার অসাধারণ কেরিয়ারের উল্লেখ করে ডবলুটিএ ছ’বারের মেজর চ্যাম্পিয়ন ও ডাবলসের একদা এক নম্বরকে আভিনন্দন বার্তা পাঠিয়েছে। এক সময়ের মিক্সড ডাবলস পার্টনার মহেশ ভূপতি লিখেছেন, তোমার জন্য গর্ব হচ্ছে। অবসর জীবনে তোমাকে স্বাগত। তুমি বারবার কোর্টে ও কোর্টের বাইরে নিজেকে ছাপিয়ে গিয়েছ। একদা বিশ্বের এক নম্বর মারিও বার্তোলি লিখেছেন, থ্যাঙ্ক ইউ চ্যাম্পিয়ন।
আরও পড়ুন-ফিটনেস : রোহিতকে খোঁচা কপিল দেবের
সানিয়াকে অভিনন্দন জানানোয় পিছিয়ে থাকেননি বিশ্বের এক নম্বর ইগা সুইয়াটেকও। যিনি বর্তমানে দুবাই ওপেনে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় ইগা সানিয়াকে উদ্দেশ্য করে লিখেছেন, থ্যাঙ্ক ইউ। মহিলা টেনিসের আর এক তারকা ওনস জাবেউরও সানিয়াকে অভানন্দন জানিয়েছেন।
সানিয়া এবারই অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনাল খেলেছেন। তবে রোহন বোপান্নাকে জুটি নিয়ে ফাইনালে হেরে গিয়েছেন। এরপর আবুধাবি ও দুবাই ওপেনের ডাবলসে সানিয়া হেরে যান। অবসরের পর সন্তান ইজাহানকে আরও বেশি সময় দিতে পারবেন বলে জানিয়েছেন তিনি।