সৌমালি বন্দ্যোপাধ্যায়, হাওড়া: শিল্পের জোয়ার এসেছে হাওড়ায়। উলুবেড়িয়া, ধূলাগড়, ডোমজুড়, লিলুয়া, বেলুড়ে একাধিক শিল্পতালুক গড়ে উঠেছে। ওই সমস্ত শিল্পতালুকে তাই এবছর মহাধুমধামে বিশ্বকর্মা পুজো হচ্ছে। আনন্দে মেতে উঠেছেন এখানকার শিল্পকারখানার শ্রমিকরা। উলুবেড়িয়া শিল্পতালুকে শুক্রবার থেকেই বিশ্বকর্মা পুজোর আনন্দে মেতে উঠেছেন এখানকার শ্রমিকরা। ধুলাগড়, ডোমজুড়, জগদীশপুর, অঙ্কুরহাটির শিল্পতালুকেও একদিন আগে থেকেই বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন-রঘুনাথপুর শিল্পাঞ্চলে মাতোয়ারা শ্রমিকেরা
সর্বত্রই বিশ্বকর্মা পুজোকে ঘিরে আনন্দে মাতোয়ারা শ্রমিকরা। শ্রমিক মহল্লাগুলিতেও এবার খুশির হাওয়া। উলুবেড়িয়া চেম্বার অফ কমার্সের তরফে প্রবীর রায় বলেন ‘অনেক বছর পর এবার বিশ্বকর্মা পুজোকে ঘিরে শ্রমিকদের উৎসাহ তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হাওড়ায় একাধিক শিল্পতালুক গড়ে উঠেছে। যেখানে বহু শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। স্বভাবতই এবার বিশ্বকর্মা পুজোকে ঘিরে শ্রমিকদের উৎসাহ অন্যান্য বারের তুলনায় অনেক বেশি।’ আইএনটিটিইউসির হাওড়া সদরের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার বলেন ‘শিল্পের হারানো গৌরব ক্রমশ ফিরে পাচ্ছে হাওড়া। বাম জমানায় হাওড়ার শিল্প কার্যত ধ্বংস হয়ে গিয়েছিল।
আরও পড়ুন-আজ বিশ্বকর্মার আরাধনা, বাংলায় শিল্পের নবজোয়ার, শিল্পশহর দুর্গাপুর ফিরে পেয়েছে প্রাণ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। হাওড়ায় একাধিক নতুন শিল্প গড়ে উঠেছে। তাই এ-বছর বিশ্বকর্মা পুজোর হাওড়ার ছবিটা অনেকটাই অন্যরকম। একদিন আগে থেকেই হাওড়া শিল্পাঞ্চলের মানুষ বিশ্বকর্মা পুজোকে ঘিরে মাতোয়ারা। বাম আমল থেকে এমন ছবি হারিয়ে গিয়েছিল। যা আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অদম্য চেষ্টাতেই ফিরে এল। ফি-বছর বিশ্বকর্মা পুজোয় হাওড়া ছবিটা যেন এমনই থাকে সেই চেষ্টাই আমাদের সবাইকে করতে হবে।’ মুখ্যমন্ত্রী শিল্পের বিনিয়োগে যে জোর দিয়েছেন, তার ফলে বাংলার শেফিল্ড হাওড়ার শ্রমিকরা আশায় বুক বেঁধেছেন।