আজ বিশ্বকর্মার আরাধনা, বাংলায় শিল্পের নবজোয়ার, শিল্পশহর দুর্গাপুর ফিরে পেয়েছে প্রাণ

মুখ্যমন্ত্রী পানাগড়ে একটি বৃহৎ শিল্পতালুক গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন। সেই সঙ্গে ইস্পাত-নির্ভর ছোট শিল্পের সঙ্গে অনুসারী শিল্পও।

Must read

অসীম চট্টোপাধ্যায় দুর্গাপুর: বাম আমলে মরুভূমি হয়ে যাওয়া আসানসোল-দুর্গাপুরের শিল্প আঙিনা নতুন করে ফিরে পেয়েছে প্রাণ। বামেদের দিশাহীন জঙ্গি আন্দোলন প্রায় শ্মশানে পরিণত করেছিল একসময় শিল্পের মানচিত্রে দেশে এক নম্বরে থাকা এই শিল্পশহরকে। সেই হতাশার কুয়াশা সরে গিয়ে শিল্পাঞ্চল আবার প্রাণবন্ত হয়ে উঠেছে তৃণমূলের দশ বছরের শাসনকালে।

আরও পড়ুন-চলতি মাসেই খুলে যাচ্ছে ভুটান গেট

বাম আমলে ধারাবাহিকভাবে বন্ধ হতে থাকে রাষ্ট্রায়ত্ব এমএএমসি, বিওজিএল, এইচএফসি, এইচএসসিএল, জেশপ, বার্নস্ট্যান্ডার্ড, সেন রেলে, সাইকেল কর্পোরেশনের পাশাপাশি বেসরকারি মালিকানাধীন স্যাঙ্কি হুইলস, হেইন লেহম্যান, ব্রিটিশ অক্সিজেন, হিন্দ রিফ্র্যাক্ট্রিজ, পিংকিনটন গ্লাস ফ্যাক্টরি-সহ অসংখ্য ছোট-বড়-মাঝারি শিল্প কারখানা। অকালে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েন কয়েক লক্ষ শ্রমিক-কর্মচারী। তবে এই হতাশার ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী পানাগড়ে একটি বৃহৎ শিল্পতালুক গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন। সেই সঙ্গে ইস্পাত-নির্ভর ছোট শিল্পের সঙ্গে অনুসারী শিল্পও।

Latest article