চলতি মাসেই খুলে যাচ্ছে ভুটান গেট

জলপাইগুড়ি সার্কিট হাউসে এদিন দু পক্ষের মধ্যে এই বৈঠক হয়। জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোধরা বসু জানান দীর্ঘ দু বছর পর ভুটান গেট খুলতে চলেছে।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : আগামী ২৩ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে ভুটান গেট। শুক্রবার সেই বিষয়ে জলপাইগুড়ি জেলা সংলগ্ন ভুটান সীমান্তের সামসি জেলার ডিএম এবং এসপি জলপাইগুড়ির জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকে ভুটানে প্রবেশের বিভিন্ন নিয়মাবলি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়৷ ভুটানে প্রবেশের জন্য কী কী নথি লাগবে, কত টাকাই বা লাগবে, কী কী কারণে টাকা লাগবে, কত দিনের জন্য যাবেন পর্যটকরা— এই সবকিছু নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন-সেরা পারফরমারের স্বীকৃতি কাটোয়ার বিজ্ঞানীর

জলপাইগুড়ি সার্কিট হাউসে এদিন দু পক্ষের মধ্যে এই বৈঠক হয়। জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোধরা বসু জানান দীর্ঘ দু বছর পর ভুটান গেট খুলতে চলেছে। করোনাকালে বন্ধ করে দেওয়া হয়েছিল ভুটান গেট, এবার ফের খুলছে। ভুটানের প্রতিনিধিরা তাঁদের নিয়মাবলি লিখিত আকারে তাঁদের কাছে দেবেন। সেগুলো পাবার পর পর্যটন ব্যবসায়ীদের কাছে সেই নিয়মাবলিগুলো পাঠিয়ে দেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এদিনের এই বৈঠকের ফলে দীর্ঘ দু’বছর পর সৌজন্য সাক্ষাৎও হল দু দেশের প্রতিনিধিদের মধ্যে।

Latest article