ব্যুরো রিপোর্ট : রাজ্যজুড়ে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৫তম প্রতিষ্ঠাদিবস। মালদহে জেলা সভাপতি আবদুর রহিম বক্সি পতাকা তুলে পালন করেন দিনটি। জেলার ১৫ ব্লকেই অনুষ্ঠান হয় কেক কেটে গরিব, দুঃস্থদের মধ্যাহ্ণভোজন করিয়ে যুব তৃণমূলের তরফে। পতাকা উত্তোলন করেন যুব সভানেত্রী চন্দনা সরকার। মহিলা তৃণমূলের তরফে ভবঘুরেদের শীতবস্ত্র দেন সভাপতি মৃণালিনী মাইতি। মেখলিগঞ্জে নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল মাঠে ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী।
আরও পড়ুন-মায়াপুরে পর্যটকের ঢল
প্রতিষ্ঠাদিবস উপলক্ষে বাঁকুড়া জেলা শনিবার ছিল উৎসবমুখর। মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, বাঁকুড়া তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অলক মুখোপাধ্যায়, সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, বিধায়ক অরূপ চক্রবর্তী প্রমুখ নেতারা বিভিন্ন এলাকায় দলীয় পতাকা তোলেন। জেলা ক্রীড়া সেলের উদ্যোগে প্রতি ব্লকে ক্রীড়া, বয়স্কদের হাঁটা ইত্যাদি প্রতিযোগিতা হয়। ছাতনা ঘোষের গ্রামে নতুন কার্যালয়ের সূচনা করেন ব্লক সভাপতি পরমেশ্বর কুণ্ডু।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ‘জলস্বপ্ন’ প্রকল্পের সফল রূপায়ণ
বারাসতে সরকারি প্রকল্প ও রাজ্যের উন্নয়ন জনসমক্ষে তুলে ধরতে কোর্ট চত্বরে ‘জাগোবাংলা’র বোর্ড উদ্বোধন করেন লিগাল সেলের কোর্ট ইউনিট সভাপতি রফিকুল ইসলাম। পাশাপাশি পালিত হয় কল্পতরু ও ছাত্রদিবস। বামনগাছিতে বারাসত সাংগঠনিক জেলা সভাপতি অশনি মুখোপাধ্যায় পতাকা তোলেন। হাবড়ায় অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
কোভিড বিধি মেনে পূর্ব বর্ধমান জেলার সর্বত্র সাড়ম্বরে পালিত হয় দিনটি। মন্ত্রী স্বপন দেবনাথ নাদনঘাটের হেমায়েতপুর মোড়ে নিজের কার্যালয়ে পতাকা তোলার পর ধাত্রীগ্রামে তৃণমূল কার্যালয়ে রক্তদান শিবিরের সূচনা করেন। চিকিৎসাধীন রোগীদের ফল, দুঃস্থদের শীতবস্ত্র বিলি হয়। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় স্টেশনে দলের কার্যালয়ে অনুষ্ঠানের সূচনা করেন। জেলা সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু প্রতিষ্ঠাদিবসের কর্মসূচিতে যোগ দেন।