সংবাদদাতা, দুর্গাপুর : গত বছর পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠকে দুর্গাপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রানিগঞ্জ বাজারে একটি পার্কিং জোন তৈরির আবেদন করা হয় রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী জানতে চাইলে সমিতির পক্ষে প্রেসিডেন্ট অনিল ভালোটিয়া বলেন, বাজার এলাকায় পার্কিং সমস্যা রয়েছে। পিডব্লুডির পড়ে থাকা জমিতে পার্কিং করে দেওয়ার আবেদন জানালে মুখ্যমন্ত্রী বিষয়টি দেখার আশ্বাস দেন।
আরও পড়ুন-নকল ইলিশে ভরে গিয়েছে শহরতলির বাজার
সোমবার সেই পার্কিং এরিয়া তৈরির কাজ শুরু করতে প্রশাসনিক পদক্ষেপ করা হল বলে জানান অনিলবাবু। জমি পরিদর্শন করতে যান জেলার প্রশাসনিক কর্তারা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বহু প্রাচীন শহর রানিগঞ্জ বাজারের পার্কিংয়ের সমস্যা এবার মিটবে বলে আমরা আশাবাদী। স্থায়ী পার্কিং তৈরি হলে উপকৃত হবেন এলাকার মানুষও।গত বছর পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠকে দুর্গাপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রানিগঞ্জ বাজারে একটি পার্কিং জোন তৈরির আবেদন করা হয় রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে।
আরও পড়ুন-গ্রামীণ এলাকায় ৩৮৩টি রাস্তার জন্য বরাদ্দ ৬৬ কোটি
মুখ্যমন্ত্রী জানতে চাইলে সমিতির পক্ষে প্রেসিডেন্ট অনিল ভালোটিয়া বলেন, বাজার এলাকায় পার্কিং সমস্যা রয়েছে। পিডব্লুডির পড়ে থাকা জমিতে পার্কিং করে দেওয়ার আবেদন জানালে মুখ্যমন্ত্রী বিষয়টি দেখার আশ্বাস দেন। সোমবার সেই পার্কিং এরিয়া তৈরির কাজ শুরু করতে প্রশাসনিক পদক্ষেপ করা হল বলে জানান অনিলবাবু। জমি পরিদর্শন করতে যান জেলার প্রশাসনিক কর্তারা।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…