যৌনকর্মীদের ভোটাধিকার নিশ্চিত করছে প্রশাসন

Must read

সংবাদদাতা, কাকদ্বীপ : যৌনকর্মীরা যাতে ভােটাধিকার থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করবে প্রশাসন। বুধবার জাতীয় ভোটার দিবসের (National Voters Day) অনুষ্ঠানে চলল তাঁদের নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া। এই উপলক্ষে কাকদ্বীপে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকদ্বীপের মহকুমা শাসক অরণ‍্য বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব‍্যক্তিরা। যৌনকর্মীরা এখনও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত। তাঁদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্নভাবে কাজ করে চলেছে বিভিন্ন সরকারি ও বেসরকারি একাধিক সংস্থা। যৌনকর্মীরা যে সমাজের একটি অংশ তা বোঝাতে বছরভর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। কাকদ্বীপে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের কাকদ্বীপ প্রোজেক্ট দীর্ঘদিন ধরে এই কাজ চালিয়ে যাচ্ছে। যৌনকর্মীদের সমাজের মূল স্তরে ফিরিয়ে আনতে দরকার সামাজিক পরিচয়। এই সামাজিক পরিচয় দেওয়ার ক্ষেত্রে কাজ করতে গিয়ে ওই সংস্থা দেখতে পায় যে অনেক যৌনকর্মীরই সঠিক পরিচয়পত্র নেই। অনেকের আবার ভোটার কার্ডও নেই, সেক্ষেত্রে তাঁরা অনেক সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন বলে খবর। আর সেজন‍্যই তাঁদের উদ‍্যোগে শুরু হয় এমন সব মহিলার তালিকা তৈরির কাজ। প্রাথমিকভাবে ২৩ জনকে চিহ্নিত করা হয়, যাঁদের ভোটার (Voters) কার্ড ছিল না। তাঁদের এদিন সরকারি ভাবে পরিচয়পত্র দেওয়া হয়েছে। পরিচয়পত্র পেয়ে বেশ খুশি যৌনকর্মীরা। পরবর্তীকালে এই সংখ্যা আরও বাড়ানো হবে বলে খবর। ভোটার কার্ড পাওয়ার পর তাঁরা ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবেন।

আরও পড়ুন-ওআরএস-এর জনককে মরণোত্তর পদ্মবিভূষণ

Latest article