আদিবাসী মেয়েদের বিয়ের ব্যবস্থা করবার জন্য জেলাশাসককে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বালুরঘাটে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গাজলে এবং আরও অনেক জায়গায় আমি নিজে আদিবাসী মেয়েদের বিয়ের ব্যবস্থা করেছিলাম। আশা করব, দক্ষিণ দিনাজপুর জেলার ডিএম-এসপি’রা মিলেও এই কাজটি করবেন। তারিখ অনুযায়ী বিয়ের ঠিক করবেন, সবকিছু আমরা দেব। পাত্র-পাত্রী ঠিক করবে তাদের পরিবার। কিন্তু জিনিসপত্র যা লাগবে সবটাই দেবে সরকার। অর্থাৎ বিনে পয়সায় বিবাহবন্ধনে তারা আবদ্ধ হবে। এতে তারা খুশি হয়। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই সভাস্থলে উপস্থিত আদিবাসী মানুষজন উচ্ছ্বাস প্রকাশ করেন। করতালিতে ফেটে পড়ে সভাস্থল। আদিবাসী মানুষদের বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক বলেই তাঁদের কষ্ট অনুধাবন করতে পেরেছেন। মুখ্যমন্ত্রীর গরিব আদিবাসী পরিবারের পাশে থাকার এই বার্তাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষও।
আরও পড়ুন- অষ্টম দুয়ারে সরকারের সুবিধা পৌঁছে দিতে ডেডলাইন রাজ্যের