সব জেলায় বৃষ্টি, হলুদ সতর্কতা

Must read

রাজ্যে আরও গরম বাড়তে চলেছে। বলা যায়, শীতের বিদায়ঘণ্টা প্রায় বেজেই গেল। ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা এক ডিগ্রি থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়বে। পরের চারদিনে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনও জেলার রাতের তাপমাত্রার হেরফের হবে না। শীতের প্রভাব কমবে অনেকটাই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টি হবে। কালিম্পংয়ে শিলাবৃষ্টি।

আরও পড়ুন- গরিব-আদিবাসীদের বিয়ে দেবে প্রশাসন, দক্ষিণ দিনাজপুরে ডিএম-এসপিদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Latest article