বিএসএফের এক্তিয়ার নেই ভোটের লাইন ঠিক করার, দাদাগিরি মানব না : মুখ্যমন্ত্রী

Must read

সীমান্ত শহর বালুরঘাটে দাঁড়িয়ে ভোটের সময় বিএসএফ-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। বিএসএফ-কে হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, আমি চাই সব মানুষ ভোট দিক। মঙ্গলবার বালুরঘাটের প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে তিনি বিএসএফ-এর কাজের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন।

আরও পড়ুন- সব জেলায় বৃষ্টি, হলুদ সতর্কতা

মুখ্যমন্ত্রী বলেন, ভোটের লাইনে গিয়ে ম্যানেজ করে বিএসএফ। ওদের এই অথরিটি কে দিয়েছে? নির্বাচন কমিশন ভোট পরিচালনা করে, জেলাশাসক-পুলিশ সুপাররা ভোট পরিচালনা করেন, ভোট পরিচালনা করেন পর্যবেক্ষকরা। কিন্তু বালুরঘাটে আমার কাছে ইনফরমেশন আছে গত বছর বিএসএফ লাইন করিয়েছিল। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, এবার কিন্তু বিএসএফের দাদাগিরি মানব না। আমি দায়িত্ব নিয়ে বলছি, নির্বাচন চলে যাবে, আমরা কিন্তু থাকব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি চাই সব মানুষ ভোট দিক, তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক।

Latest article