বঙ্গ

কাকলির মতে, বিজেপি সাংসদকে সুবিধে পাইয়ে দিতে চাঁদপাড়ার অমৃত ভারত প্রকল্পে ঠাঁই হয়েছে

সংবাদদাতা, বারাসত : রেলযাত্রীদের সুরক্ষা, স্বাচ্ছন্দ্য ও রেলের সার্বিক পরিকাঠামোর উন্নয়নে অমৃত ভারত স্টেশন প্রকল্পকে ব্যবহার করা হচ্ছে না। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি সাংসদদের রাজনৈতিক ফায়দা তোলার জন্যই ব্যবহার করা হচ্ছে এই প্রকল্প। এই অভিযোগ করলেন বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার।

আরও পড়ুন-শ্রমিকদের বঞ্চনা বরদাস্ত নয়

তাঁর অভিযোগে সিলমোহরও দিয়েছেন রেলযাত্রীরা। অমৃত ভারত স্টেশন প্রকল্পে রাজ্যে ৩৭টি স্টেশন তালিকাভুক্ত হয়েছে। এর জন্য বরাদ্দ হয়েছে ১৫০৩.৪ কোটি টাকা। সেই তালিকায় রয়েছে শিয়ালদহ-বনগাঁ শাখার চাঁদপাড়া। রেল সূত্রে জানা যায়, কোনও স্টেশনের গুরুত্ব বাড়ে প্রধানত সেই স্টেশনের ডেলি ও মান্থলি টিকিট বিক্রি ও প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে। সেই নিরিখে আর ১০-১২টা স্টেশনের মতোই সাধারণ মানের সাবারবান গ্রেড ৩ স্টেশন হিসেবেই চাঁদপাড়ার অবস্থান। রেলযাত্রীদের দাবি, এই শাখায় বেশ কিছু স্টেশন যাত্রী চলাচলের নিরিখে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেগুলির পরিকাঠামোর উন্নয়ন আগে প্রয়োজন। দুর্ঘটনাপ্রবণ বামনগাছি ২ নম্বর প্ল্যাটফর্মে প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার শিকার হন যাত্রীরা। বেশিরভাগ ফুটব্রিজগুলি বিপজ্জনক হয়ে আছে। তাই একটা স্টেশনের পেছনে বিপুল টাকা খরচ না করে গুরুত্ব অনুযায়ী সমস্যাগুলির পর্যায়ক্রমে সমাধান করা উচিত।

আরও পড়ুন-বিধানসভার প্রশ্নোত্তর পর্বে স্পষ্ট হুঁশিয়ারি পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়র, অনৈতিক হোম স্টের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

সাংসদ বলেন, ‘‘মানুষ বা রেলযাত্রীদের সুবিধা-স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে শুধুমাত্র রাজনৈতিক কারণেই রেল দফতরের এই সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় হাবড়া স্টেশনকে লম্বা করা এবং কৃষকদের সবজি সংরক্ষণের জন্য বাতানুকূল গোডাউন করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেটা আজও করা হল না। সর্বক্ষেত্রে রেল হকারদের অজুহাত দেখিয়ে শিয়ালদহ-বনগাঁ ও বারাসত-হাসনাবাদ এই দুই শাখায় উন্নয়ন আটকে রাখা হচ্ছে। হকারদের ক্ষেত্রেও সদর্থক পদক্ষেপ নিচ্ছে না রেল। কোনও সমস্যা থাকলে রাজ্যের সঙ্গে আলোচনাও করছে না। চাঁদপাড়া স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের জন্য বাছা হয়েছে শুধুমাত্র লোকসভা নির্বাচনে আগে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দিতেই। এই শাখার রেলযাত্রীদের কথা ভাবেননি বনগাঁর সাংসদ এবং কেন্দ্র। ক্ষুদ্র ও ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে নিত্যদিনের রেলযাত্রীদের বঞ্চিত করা হয়েছে।’’

আরও পড়ুন-চন্দ্রযান ৩-এর ক্যামেরা সিস্টেমের দায়িত্বে ছিলেন উত্তরপাড়ার জয়ন্ত

বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘‘বনগাঁর বিজেপি সাংসদের আসন টলমলে। এবার আর সিএএ, নাগরিকত্বের ভয় দেখিয়ে কাজ হবে না বুঝতে পেরে এবং নিশ্চিত হার জেনেই মানুষকে অমৃত ভারত প্রকল্পের মোয়া খাইয়ে সামাল দিতে চাইছে ওরা। মানুষ সব বুঝে গেছে।’’

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

4 hours ago