সংবাদদাতা কাটোয়া : একের পর এক নির্বাচনে জিততে না পেরে কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবঙ্গের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) প্রচারে জামালপুরে এসে এমনটাই অভিযোগ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারের। জামালপুরের বকুলতলা ও চকদিঘি মণিরামবাটিতে দলীয় প্রার্থীদের জন্য পরপর দুটি সভা করেন প্রদীপবাবু। সভায় উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, সাংসদ সুনীল মণ্ডল, বিধায়ক অলোককুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, জেলা পরিষদের প্রার্থী মিঠু মাঝি, শোভা দে প্রমুখ। প্রদীপবাবু তাঁর বক্তব্যে পরিসংখ্যান দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের ও সিপিএমের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, অন্যায়ভাবে কেন্দ্র সরকার রাজ্যের সাধারণ খেটে খাওয়া মানুষের ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। আটকে রেখেছে আবাস যোজনার টাকা। বারবার কেন্দ্রের কাছে দরবার করেও টাকা পাওয়া যায়নি। তাঁর সংযোজন, বিগত ৩৪ বছরের বামেদের অপশাসন এখনও মানুষ ভুলে যায়নি। ভুলে যায়নি বিভিন্ন গণহত্যার নারকীয় ঘটনা। মণিরামবাটির সভায় জারগ্রাম পঞ্চায়েতের (Panchayat Election) নারায়ণপুর গ্রাম থেকে ১৩টি বিজেপি পরিবার তৃণমূলে যোগদান করে। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন, ‘৮ তারিখে ভোট হলে কী হবে, তার আগেই মানুষ তৃণমূলকে জিতিয়ে দিয়েছে। তৃণমূলের ভোটে জেতার অন্যতম হাতিয়ারই হল উন্নয়ন। সেই উন্নয়ন দেখে রোজই রাজ্য জুড়ে বিজেপি, সিপিএম থেকে স্থানীয় নেতা-কর্মীরা তৃণমূলে যোগদান করছেন।
আরও পড়ুন-রাজ্যে মাঝ সমুদ্রে নৌকা-ট্রলারডুবির ঘটনা রুখতে কার্যকর হবে ISRO-র ‘টু ওয়ে কমিউনিকেশন’