সাফের শেষ চারে সুনীলরা

ভারত ২ নেপাল ০ (সুনীল, মহেশ)

Must read

বেঙ্গালুরু, ২৪ জুন : সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত (India vs Nepal)। সৌজন্যে মহেশ সিং এবং সুনীল ছেত্রী। প্রথমজন গোল করার পাশাপাশি একটি গোল করালেন। যতদিন যাচ্ছে, জাতীয় দলের জার্সিতে ততই নিজের জাত চেনাচ্ছেন মণিপুরী উইঙ্গার। আর দ্বিতীয়জন আন্তর্জাতিক ফুটবলে নিজের ৯১ নম্বর গোল করে ফেললেন। দেশের জার্সিতে গোলের সেঞ্চুরি করতে সুনীলের চাই আর মাত্র ৯টি গোল!

দিনের প্রথম ম্যাচে কুয়েত ৪-০ গোলে হারিয়েছিল পাকিস্তানকে। ভারতের জয়ের পর শেষ চারে উঠে গেল কুয়েতিরাও। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে ভারত ও কুয়েত।
তবে ম্যাচ জিততে এদিন রীতিমতো বেগ পেতে হয়েছে ভারতীয়দের। নেপালের (India vs Nepal) ইতালীয় কোচ ভিনসেঞ্জো আলবার্তো মাত্র দু’মাস হল দায়িত্ব নিয়েছেন। তবে শেষ তিনটে বছর আই লিগ ও আইএসএলে কোচিং করিয়েছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুনীলদের প্রায় আটকে দিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয়ার্ধে ভারতীয়দের টানা আক্রমণে নেপালের যাবতীয় প্রতিরোধ ভেঙে পড়ল। শনিবার রীতিমতো তেড়েফুঁড়ে শুরু করেছিল নেপাল। গুটিয়ে না থেকে গতিময় প্রেসিং ফুটবল খেলে ভারতীয় রক্ষণকে চাপে রেখেছিলেন নেপালিরা।

আরও পড়ুন- রাজ্যে মাঝ সমুদ্রে নৌকা-ট্রলারডুবির ঘটনা রুখতে কার্যকর হবে ISRO-র ‘টু ওয়ে কমিউনিকেশন’

শুরুর ধাক্কা সামলে ১৫ মিনিটে প্রথম সুযোগ তৈরি করেছিল ভারত। বাঁ দিক থেকে বাড়ানো মহেশের থ্রুতে ঠিকঠাক পা ছোঁয়াতে ব্যর্থ হন সাহাল আব্দুল সামাদ। পরের মিনিটেই নেপালের অরিক বিস্টার জোরালো শট দারুণভাবে রুখে দেন গুরপ্রীত। ফলে আক্রমণ ও প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠেছিল। ৩২ মিনিটে বক্সের বাইরে ফ্রি-কিক পেয়েও কাজে লাগাতে পারেননি সুনীল। ৪০ মিনিটে ডানপ্রান্ত ধরে বল নিয়ে এগিয়ে চমৎকার সেন্টার ভাসিয়েছিলেন উদান্ত সিং। কিন্তু সাহাল অনেকটা লাফিয়েও বলের নাগাল পাননি। বিরতির সময় খেলার ফল ছিল গোলশূন্য।

তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে ৬১ মিনিটে গোল তুলে নেয় ভারত। অনিরুদ্ধ থাপার সঙ্গে ওয়ান-টু খেলে নেপালের বক্সে ঢুকে পড়ে মাটি ঘেঁষা ক্রস বাড়িয়েছিলেন মহেশ। ছোট্ট টোকায় বল জালে জড়িয়ে দেন সুনীল। ৭০ মিনিটে ফের গোল। এবার সুনীলের লব পোস্টে লেগে ফিরে এলে, ফিরতি বল হেডে জালে জড়ান মহেশ। ম্যাচের বাকি সময় ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল সুনীলদের সামনে। কিন্তু আর গোল সংখ্যা বাড়াতে পারেননি ভারতীয়রা।

Latest article