প্রতিবেদন : মোদি জমানায় জনবিরোধী নীতির জাঁতাকলে পেষাই হওয়াটাই যেন আমজনতার ভবিতব্য হয়ে উঠেছে৷ পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্যে দুর্বিষহ জনজীবন। এবার তার দোসর রোজকার জরুরি ওষুধও। অসুস্থ মানুষকেও রেহাই দেবে না এই সরকার৷ মানুষ ধুঁকছে। তারপরেও নিজেদের পূর্বঘোষিত জনস্বার্থবিরোধী নীতি থেকে সরে আসার কোনও ইচ্ছাই নেই কেন্দ্রীয় সরকারের।
আরও পড়ুন-দ্য কাশ্মীর ফাইলস, বিজেপির তীব্র নিন্দায় পাওয়ার
জনগণকে উদ্বেগে ফেলে শুক্রবার থেকেই বেড়ে গেল ৮০০টিরও বেশি ওষুধের দাম। এর মধ্যে রয়েছে প্যারাসিটামল থেকে শুরু করে হৃদরোগের ওষুধ। যেগুলি জীবনদায়ী। ন্যাশনাল ফার্মাসিটিক্যাল প্রাইসিং অথরিটির নির্দেশিকা মোতাবেক ১ এপ্রিল থেকে দাম বেড়েছে জ্বর, সংক্রমণ, ত্বকের অসুখ, উচ্চ রক্তচাপ, রক্তাল্পতা ও হৃদরোগের ওষুধের। পাইকারি বাজারের হিসেবে ওষুধগুলির দাম বাড়ছে গড়ে ১০.৭ শতাংশ। চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সমালোচনায় সরব। দু’বেলা ভরপেট খাবার বন্দোবস্ত করতেই যেখানে নাজেহাল হতে হচ্ছে দেশের মানুষকে, সেখানে জীবনদায়ী জরুরি ওষুধের লাগামছাড়া দাম বাড়লে পথে বসা ছাড়া গত্যন্তর থাকে না। তাতে অবশ্য হেলদোল নেই মোদি সরকারের। বরং তাদের নখ-দাঁত আরও ধারালো হচ্ছে।