প্রতিবেদন : একশো দিনের কাজের ২৭ লক্ষ শ্রমিকের বকেয়া মেটাবে রাজ্যে সরকার। ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তা যাতে সুষ্ঠু ও নিরলসভাবে প্রতিটি বঞ্চিত শ্রমিকের হাতে পৌঁছয় তা নিশ্চিত করতে দলের তরফে নির্দেশ দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধায়। তার জন্য প্রায় সাড়ে ৩ হাজার শিবির করে সেখানে নাম লেখানোর কর্মসূচি নেওয়ার কথা বলেছেন। পাশাপাশি নিবিড় জনসংযোগের জন্য ১৫ দিনের কর্মসূচিও জানিয়েছিলেন দলকে। এবার সেই নির্দেশ দলের বিধায়কদের জানিয়ে দিলেন পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chatterjee)। শনিবার সেই নির্দেশ একেবারে কাগজে ছাপিয়ে এনেছিলেন তিনি। বিধানসভার অধিবেশন কক্ষেই বিধায়কদের হাতে হাতে এই কাগজ তুলে দেন শোভনদেব (Shovandeb Chatterjee)। অভিষেক বলেছিলেন, আমি বিধায়কদের অনুরোধ করব আগামী ১৮ তারিখ থেকে ৮ দিন প্রত্যেক শিবিরে অন্তত দু’বার ভিজিট করবেন। তাতে আট দিনে অন্তত ৩০টি শিবির ভিজিট করতে পারবেন। বিধায়ক, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতিরা কোথায় কীভাবে শিবির তৈরি করে সেখানে প্রতিনিয়ত যোগাযোগ রেখে এই নাম নথিভুক্ত করার কাজ করবেন তার বিস্তারিত সেই নির্দেশে দেওয়া রয়েছে।
আরও পড়ুন: পেশ হল পুরবাজেট, রাজস্ব বাড়ল ১০ শতাংশ