পেশ হল পুরবাজেট, রাজস্ব বাড়ল ১০ শতাংশ

বেড়েছে আয়, ঘাটতি কমল ৩৪ কোটি

Must read

প্রতিবেদন : পেশ হল ২০২৪-২৫ অর্থবর্ষের ঐতিহাসিক জনমোহিনী পুর-বাজেট (KMC Budget)। শনিবার কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে ১১২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করলেন শহরের মেয়র ফিরহাদ হাকিম। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি সামলেও চলতি অর্থবর্ষে গত বছরের তুলনায় পুরসভার আয় বৃদ্ধি পেয়েছে অনেকটাই। ফলে ঘাটতির পরিমাণও অভাবনীয়ভাবে কমেছে। চলতি অর্থবর্ষের তুলনায় প্রায় ৩৪ কোটি টাকার ঘাটতি কমানো গিয়েছে নয়া বাজেটে। গত বছরের বাজেটে ঘাটতির পরিমাণ ছিল ১৪৬ কোটি টাকা। সেখানে পুরসভার (KMC Budget ) নয়া বাজেটে সেই ঘাটতি কমে দাঁড়িয়েছে ১১২ কোটি টাকায়। যদিও এদিন পেশ হওয়া বাজেটে চলতি অর্থবর্ষের সংশোধিত ঘাটতি কমে হয়েছে ১২৬.৩৭ কোটি। বাজেটে বলা হয়েছে, আগামী ২০২৪-২৫ অর্থবর্ষে কলকাতা পুরসভার আনুমানিক আয় হবে ৫০৫৪.৫২ কোটি টাকা। অন্যদিকে কলকাতাবাসীর জন্য জনসেবামূলক কাজে খরচ হবে আনুমানিক ৫১৬৬.৫২ কোটি টাকা। বাজেটে দেখা গিয়েছে, চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত ১০ শতাংশেরও বেশি অতিরিক্ত সম্পত্তিকর আদায় করতে সক্ষম হয়েছে কলকাতা পুরসভা। ২০২২-২৩ অর্থবর্ষে যেখানে মোট সম্পত্তিকর আদায়ের পরিমাণ ছিল ১১২০ কোটি, সেখানে চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই (২৭ জানুয়ারি পর্যন্ত) সম্পত্তিকর থেকে পুরসভার আয় হয়েছে ১০৬৮ কোটি টাকা। বিশেষ করে পুরসভার বিভাগীয় আধিকারিক ও কর্মীরা বাড়ি-বাড়ি গিয়ে বকেয়া সম্পত্তিকর আদায়ের ফলেই এই আয়বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি আরও বলেন, চলতি অর্থবর্ষে পুরসভার আয় অনেকটাই বাড়ানো গিয়েছে। আয় বৃদ্ধির ক্ষেত্রে সম্পত্তিকর, বিল্ডিং, লাইসেন্স, পার্কিং-সহ বিভিন্ন খাতে এসেছে সাফল্য। আগামী অর্থবর্ষের বাজেটে বিভিন্ন খাতে বাজে খরচ কমানোর দিকে জোর দেবে পুর কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ‘দিদি নাম্বার ওয়ান’-এ বাংলার দিদি, তুমুল উৎসাহ অনুরাগীদের

Latest article