‘দিদি নাম্বার ওয়ান’-এ বাংলার দিদি, তুমুল উৎসাহ অনুরাগীদের

Must read

ক্ষমতায় আসার পর থেকেই নারী ক্ষমতায়নে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মা-বোনেদের কাছে তাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত। ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’ থেকে লক্ষ্মীর ভাণ্ডার- বাংলার মহিলাদের জন্য উন্নয়নের ঝাঁপি উজাড় করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার তিনি আসছেন বাংলা জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এ (Didi No. 1)।

আরও পড়ুন: বিকাশদের মিথ্যাচারের রাজনীতি, অনাহারে মৃত্যু চাকরিপ্রার্থী প্রণীর

মাসখানেক আগে পরপর দুদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে হাজির হন ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No. 1) অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে রচনার মুখ্যমন্ত্রীর দেখা করার ঘটনায় রাজনৈতিক জল্পনা শুরু হয়। প্রশ্ন ওঠে, তাহলে কি শাসকদলের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন নায়িকা তথা ছোট পর্দার জনপ্রিয় টিভি শো-এর অ্যাঙ্কার! মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় রচনার। তবে রাজনীতিতে যোগদানের জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী দাবি করেছিলেন, ‘দিদি নাম্বার ওয়ান‘ নিয়ে না কি কথা বলতে তিনি নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন। রচনার ঘনিষ্ট মহল বলে, “অনেক কিছুই হতে পারে, সবটা সময়ই বলবে”। শেষ পর্যন্ত জানা গেল বাংলার দিদি আসছেন দিদি নাম্বার ওয়ানে। কী ভূমিকায় দেখা যাবে তাঁকে? সে বিষয়ে অবশ্য খোলসা করেনি চ্যানেল কর্তৃপক্ষ বা দিদি নাম্বার ওয়ান।

Latest article