বঙ্গ

কনভয়ে হামলার ছক ছিল বিরোধী দলনেতার

প্রতিবেদন : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার কুর্মি নেতা রাজেশ মাহাত। গ্রেফতারের পরেই রাজেশের পাশে দাঁড়ান বিজেপির গদ্দার নেতা। এতেই প্রমাণিত চক্রান্তের পিছনে কারা রয়েছেন। এই অভিযোগে রবিবার থেকেই সরব তৃণমূল কংগ্রেস। সোমবার সাংবাদিক বৈঠকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ও দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) এই অভিযোগ তুলে বিরোধী দলনেতাকে ধিক্কার জানিয়ে তীব্র আক্রমণ করেন। একই সঙ্গে প্রকাশ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান নিয়ে ভুল তথ্য দেওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে তাঁর ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছে তৃণমূল। এ ছাড়া বাংলাদেশ থেকে বাংলার আসা মানুষদের নিয়ে লোডশেডিং বিরোধী নেতার বক্তব্যের তীব্র প্রতিবাদও করেছেন তাঁরা। সোমবার চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা কুর্মি-সহ সমস্ত শ্রেণির মানুষের পাশে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নবজোয়ারে যেভাবে হামলা হয়েছে আমরা তীব্র নিন্দা করছি। ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে যেভাবে কনভয়ের উপর মদের বোতল ছোঁড়া হয়েছে, তার প্রতিবাদ জানাচ্ছি। তাঁরা বলেন, পুরোটাই একটা পরিকল্পিত চক্রান্ত। তৃণমূলের নবজোয়ার কর্মসূচিকে বাধা দিতে বিজেপি এই চক্রান্ত করেছে। গোটাটাই বিরোধী দলনেতার ব্রেনচাইল্ড। এ ছাড়াও নেতাজির জন্মস্থান নিয়ে রবিবার সোনারপুরে ভুল তথ্য দেওয়ার জন্য ২৪ ঘণ্টার মধ্যে বিরোধী দলনেতার ক্ষমা চাওয়ার দাবি তুলেছে তৃণমূল। তাঁরা বলেন, এর আগে বিজেপির এক নেতা শান্তিনিকেতনকে রবীন্দ্রনাথের জন্মস্থান, সহজপাঠ, বর্ণপরিচয়ের রচয়িতার নাম গুলিয়ে ফেলেছিলেন। এবার নেতাজির জন্মস্থানও ভুলে গেলেন তাঁরা। কুণাল বলেন, একজন বাঙালি হিসেবে এ লজ্জা রাখব কোথায়? কুণাল (Kunal Ghosh) আরও বলেন, বিরোধী দলনেতা বলছেন, হিন্দু হোক বা মুসলমান, বাংলাদেশ থেকে যাঁরা আসবেন তাঁদের ফেরত পাঠানো হবে। তাঁর এই কথার তীব্র প্রতিবাদ করে তৃণমূল নেতৃত্ব বলেন, হিন্দু, মুসলমান পরের কথা। আমরা এনআরসি, সিএএ-র ভাবনা-চিন্তা সমর্থন করি না। বিজেপি নেতাদের কাছে আমরা জানতে চাই এই লাইন আপনাদের পার্টি সমর্থন করে কিনা? এনআরসি, সিএএ নিয়ে তো আপনারা অন্য কথা বলেন। যাঁরা বাংলায় এসেছেন তাঁদের পাশে বাংলা আছে, এটাই আমাদের নীতি। কিন্তু আপনারা এখন বিরোধী নেতার কথা ঠিক না ভুল তার ব্যাখ্যা দিন।

আরও পড়ুন- বাম-কংগ্রেস জোটকে প্রত্যাখান মানুষের, সংগ্রামপুরের সভায় শশী পাঁজা

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago