সংবাদদাতা, বাঁকুড়া : বাঁকুড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে শতবর্ষপ্রাচীন হরিনাম সংকীর্তন ও মেলা। পঞ্চরাত্রি ব্যাপী হরিনাম সংকীর্তনের বয়স ১২০ বছরের বেশি বলে জানান ওয়ার্ডের তৃণমূল পুরমাতা অপর্ণা চট্টোপাধ্যায়। শনিবার শুরু হওয়া এই সংকীর্তন চলবে বৃহস্পতিবার পর্যন্ত। তিনি বলেন, ‘‘এই ক’টা দিন ওয়ার্ডের মানুষরা থাকেন মেলার আমেজে। এই ঐতিহাসিক মেলার সঙ্গে যুক্ত থেকে গর্ব অনুভব করছি।
আরও পড়ুন-জয় হাতছাড়া ফ্রান্সের
এটি রাজগ্রামের ঐতিহ্য বহন করছে। ব্রাহ্মণদের সম্মান রাখতে অন্নপূর্ণার পুজো দিয়ে শুরু করে এলাকাবাসীর কাছে গর্বের উৎসব হয়ে উঠেছে এই হরিনাম সংকীর্তন।’’ মেলা ও সংকীর্তনের মূল আকর্ষণ মণ্ডপশিল্প, যা নদিয়ার শান্তিপুর ছাড়া রাজ্যের কোথাও দেখা যায় না। এর শুরু প্রয়াত যতীন্দ্রনাথ দত্তের হাতে। তারপর প্রয়াত সুধীর দত্ত, প্রবোধ দত্ত হয়ে বর্তমানে প্রাচীন ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শিল্পী তারাপদ দাস ও তন্ময় দত্ত। হাজার হাজার মানুষের সমাগমে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচদিনের উৎসব হয়। মূকাভিনয়, সং, মানুষছবি, জলছবি, মাটির ছবি, বিশাল মূর্তি, বাউলগান, সাংস্কৃতিক সন্ধ্যার নানা আঙ্গিক ছাড়াও সারা গ্রাম সাজে আলোর মালায়।